হুবলি: বৃষ্টি এবং প্রচণ্ড হাওয়াতে বিমানবন্দরে ল্যান্ড করার সময় বিপত্তি ৷ ফেটে গেল ইন্ডিগোর একটি এটিআর বিমানের চাকা ৷ চাঞ্চল্যকর ঘটনাটি সম্প্রতি ঘটেছে কর্ণাটকের হুবলিতে। তবে ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গিয়েছে ৷ বিমানের ভিতর থাকা প্রত্যেক যাত্রী এবং ক্রু মেম্বাররা সুরক্ষিত রয়েছেন বলেই বিমানসংস্থা সূত্রে খবর ৷
সোমবার রাতে কন্নুর থেকে হুবলি আসছিল ইন্ডিগোর 6E-7979 একটি এটিআর বিমান (IndiGo flight 6E-7979)। ল্যান্ডিংয়ের সময়েই ঘটে এই ঘটনা ৷
ঘটনার বিস্তারিত বিবরণ জানাতে গিয়ে বিমানসংস্থার তরফে জানানো হয়, রাত ৮টা ৩৫ নাগাদ বিমানটি অবতরণ করে। সকলকে নিরাপদেই বিমান থেকে বের করে আনা হয়। গোটা ঘটনার পর কী কারণে এমন ঘটনা ঘটল তাও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে। তবে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, প্রচণ্ড বৃষ্টিতে রাত ৮টার সময় ল্যান্ড করার কথা ছিল বিমানটির। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তা হয়ে ওঠেনি। পাইলট একবার অবতরণের চেষ্টাও করেছিলেন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে ৮টা ৩৪ মিনিটে বিমানটি অবতরণ করে। তখনই এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিমানের পাইলট জানান যে টায়ার ফেটে গিয়েছে বিমানের। তবে নিরাপদেই ল্যান্ড করা গিয়েছে ইন্ডিগোর ওই এটিআর বিমানটিকে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indigo