#ইসলামাবাদ: পুলওয়ামা হামলার পর পাল্টা আঘাত আসবেই ৷ এমন একটা আশঙ্কা ছিলই ৷ প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তানও ৷ সেই ইঙ্গিত সাংবাদিক সম্মেলন করে দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ৷ কিন্তু শেষরক্ষে হল না ৷ ভারতীয় বায়ুসেনার হামলায় গুড়িয়ে গেল জইশ, লস্কর, হিজবুল জঙ্গি সংগঠনের একাধিক ঘাঁটি ৷ জঙ্গিদের একাধিক লঞ্চপ্যাড ধ্বংস করে ভারতীয় বায়ুসেনা ৷ গুঁড়িয়ে দেওয়া হল জইশ-এর কন্ট্রোলরুম ৷
মঙ্গলবার ভোররাতে মুজফ্ফরবাদ সেক্টর দিয়ে এলওসি পেরিয়ে পাকিস্তানে ঢোকে ভারতের বায়ুসেনার ১২টি বিমান ৷ ১০০০ কিলোর বোমাতে গুড়িয়ে যায় একাধিক ঘাঁটি ৷ পাশাপাশি, ২০০ থেকে জঙ্গিকে খতম করেছে ভারতীয় বায়ুসেনা ৷
ভারতের প্রত্যাঘাতের পরই জরুরি বৈঠকে বসে পাকিস্তান ৷ পাক বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি বৈঠক ডাকেন ৷ পাক বিদেশমন্ত্রকের কার্যালয়ে চলছে বৈঠক ৷ এছাড়াও বৈঠকে হাজির রয়েছেন পাকিস্তানের প্রাক্তন বিদেশ সচিব এবং বরিষ্ঠ কূটনীতিকরা ৷
দেখুন-->নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air Strike, IAF, India strikes back, Indian Air Force, Surgical Strike 2