#নয়াদিল্লি: দিনটা ছিল ১৪ ফেব্রুয়ারি ৷ ভারতের সিআরপিএফের কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলার জেরে শহিদ হয়েছিলেন প্রায় ৪২ জওয়ান ৷ কান্নায় ভেঙে পড়েছিল গোটা দেশ ৷ পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার দাবিতে গর্জে উঠেছিল দেশবাসী ৷ অবশেষে, পুলওয়ামা হামলার ১২ দিনের মাথায় হামলা চালাল ভারতীয় সেনা ৷ পাকিস্তানের মাটিতে ভেঙে গুড়িয়ে দিল একাধিক জঙ্গি ঘাঁটি ৷ ২০০ থেকে ৩০০ জন জঙ্গিকে খতম করল ভারতীয় বায়ুসেনা ৷ যা নি:সন্দেহে প্রথম সার্জিকাল স্ট্রাইকের থেকেও ছিল ভয়ঙ্কর ৷
যে কারণে এই হামলা সবথেকে বড় এবং ভয়ঙ্কর--
১) ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর ৷ উরি হামলার ১১দিন পর এলওসি পেরিয়ে হামলা চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে বদলা নিয়েছিল ভারত ৷ এলওসি-র খুব কাছে কুপওয়ারা এবং পুঞ্চে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স হামলা চালায় ৷
তবে, মঙ্গলবারের হামলা ছিল প্রথম সার্জিকাল স্ট্রাইকের থেকেও ভয়ঙ্কর ৷ পুলওয়ামা হামলার বদলা নিল ভারত ৷ সীমান্ত থেকে প্রায় ৮০ কিলোমিটার ভিতরে ঢুকে হামলা চালায় ভারতীয় সেনা ৷ ১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথম নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের এয়ারস্পেসে এহেন ভয়ঙ্কর হামলা চালাল ভারতীয় সেনাবাহিনী ৷ মুজাফ্ফরবাদ সেক্টর দিয়ে ঢুকে বেশ কিছুটা ভিতরে গিয়ে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা ৷ মোট তিনটি জায়গায় হামলা চালিয়েছে ভারত ৷ ১২টি মিরাজ বিমান হামলা চালিএয়েছে ৷ গুঁড়িয়ে দিয়েছে বেশ কয়েকটি জঙ্গি শিবির ৷ বালাকোটে জইশের সবচেয়ে বড় জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ হয়ে গিয়েছে ভারতের আক্রমণে ৷
কার্গিল যুদ্ধের সময় অটল বিহারী বাজপেয়ী বায়ুসেনাকে নিয়ন্ত্রণ রেখা পেরোনোর অনুমতি দেয়নি ৷ ১৯৭১-র ভারত-পাক যুদ্ধের পর এই প্রথম পাকিস্তানের মাটিতে এহেন ভয়ঙ্কর হামলা চালাল ভারত ৷
২) সার্জিকাল স্ট্রাইক ২-তে যে অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয় ৷ তা প্রথম সার্জিকাল স্ট্রাইকের থেকেও ছিল শক্তিশালী ৷ লেসারচালিত মিসাইল নিয়ে হামলা চালানো হয় ৷ বিমান হানায় ধ্বংস জইশ,লস্কর,হিজবুলের একাধিক জঙ্গি ঘাঁটি ৷ এছাড়াও যে ১২টি মিরাজ বিমান নিয়ে হামলা চালানো হয় ৷ তা অনেক নীচ দিয়ে যেতে সক্ষম ৷ পাক র্যাডার এড়াতেই এই বিমান ব্যবহার করা হয়েছিল ৷ বিভিন্ন ঘাঁটি থেকে পরপর বিমান ওড়ানো হয় ৷
৩) পুলওয়ামার পর প্রত্যাঘাত আসবেই ভারতের তরফে ৷ সেই কারণে প্রস্তুত ছিল পাক প্রতিরক্ষা বাহিনী ৷ দু’দিন আগেই পাকিস্তানের মুখ্য এয়ার স্টাফ মুজাহিদ আনওয়ার খানও সতর্ক করেছিলেন প্রত্যাঘাত নিয়ে ৷ কিন্তু শেষরক্ষে হয়নি ৷ ভারতের হামলার জেরে রীতিমত দিশেহারা অবস্থা পাকিস্তানের ৷
পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগ সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকা স্বত্ত্বেও ভারতীয় সেনার হামলা ৷ যা প্রমাণ করল, যেকোনও মুহূর্তে এবং পরিস্থিতিতে শত্রুদেশের মাটিতে হামলা চালাতে তৈরি পাকিস্তান ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air Strike, IAF, Indian Air Force, IndiaStrikesBack, Surgical Strike 2