• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • Unemployment in India| দেশে আরও বাড়ল বেকার! ৪ মাসে সর্বোচ্চ

Unemployment in India| দেশে আরও বাড়ল বেকার! ৪ মাসে সর্বোচ্চ

বেকারত্বের হার আকাশছোঁয়া

বেকারত্বের হার আকাশছোঁয়া

CMIE-র তথ্য বলছে, ভারতের আর্থিক বৃদ্ধির হার তলানিতে ঠেকেছে৷ গত ৬ বছরে এত খারাপ বৃদ্ধির হার ছিল না৷ ২০১৯ সালের শেষ ৩ মাসে তা আরও খারাপ হয়েছে৷

 • Share this:

  #নয়াদিল্লি: বেড়েই চলেছে দেশের বেকারত্বের হার৷ ফেব্রুয়ারিতে ভারতের বেকারত্বের হার ৭.৭৮ শতাংশ৷ গত ৪ মাসে যা সর্বোচ্চ৷ চলতি বছরের জানুয়ারিতে ৭.১৬ শতাংশ ছিল বেকারত্বের হার৷ এই তথ্য জানাল সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE)৷

  CMIE-র তথ্য বলছে, ভারতের আর্থিক বৃদ্ধির হার তলানিতে ঠেকেছে৷ গত ৬ বছরে এত খারাপ বৃদ্ধির হার ছিল না৷ ২০১৯ সালের শেষ ৩ মাসে তা আরও খারাপ হয়েছে৷ একইসঙ্গে জানুয়ারি ফেব্রুয়ারিতে করোনাভাইরাসের জেরে গোটা বিশ্বেই অর্থনীতির উপর প্রভাব পড়েছে৷ ভারতেও তার আঁচ ব্যাপক৷

  গ্রামীণ ভারতে জানুয়ারিতে ৫.৯৭ শতাংশ ছিল বেকারত্বের হার৷ ফেব্রুয়ারিতে তা বেড়ে হয়েছে ৭.৩৭ শতাংশ৷ শহুরে ভারতে জানুয়ারিতে বেকারত্বের হার ৮.৬৫ শতাংশ৷ ফেব্রুয়ারিতে তা বেড়ে হয়েছে ৯.৭০ শতাংশ৷

  ২০১৭-১৮ আর্থিক বছরে ভারতের বেকারত্বের হার ছিল ৬.১ শতাংশ৷ গত ৪৫ বছরে যা রেকর্ড৷ দ্য ন্যাশনাল স্যাম্পল সার্ভে-র সমীক্ষা বলছে, নোটবন্দির পর ভারতে বেকারত্ব বেড়েছে উল্লেখযোগ্য হারে৷ গত ৪৫ বছরে এত বেকার তৈরি হয়নি এ দেশে৷

  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোটবন্দি ঘোষণা করার পর প্রথমবার কোনও সরকারি সংস্থা কর্মসংস্থান নিয়ে সমীক্ষা চালায়৷ ২০১৭ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুনের মধ্যবর্তী সময়ে তথ্য সংগ্রহ করে পিরিওডিক লেবার ফোর্স সার্ভে করা হয়৷

  তাতে দেখা যায়, ১৯৭২-৭৩ সালের পর থেকে বেকারত্ব এই হারে বাড়েনি৷ ২০১১-১২ সালে ইউপিএ সরকারের শেষ দফায় বেকারত্বের হার ২.২ শতাংশ৷ রিপোর্ট বলছে, দেশের মোট জনসংখ্যার নিরিখে যুবসম্প্রদায়ের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি৷

  Published by:Arindam Gupta
  First published: