#মুম্বই: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের কয়েক ঘণ্টা পার হয়েছে সবে৷ তার মধ্যেই ভারতের মাটিতে আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই৷ মঙ্গলবার জাতীয় সিনিয়র দলের নির্বাচকরা প্রথম দু'টি টেস্টের জন্য ১৮ সদস্যের দল বেছে নিল৷
প্রত্যাশা মতোই জো রুটদের বিরুদ্ধে ফের ক্যাপ্টেনসির ব্যাটন উঠছে টিম ইন্ডিয়ার নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে৷ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন তিনি৷ ছুটি কাটিয়ে জাতীয় দলে ফিরছেন তিনি৷
অন্যদিকে চোটের জন্য অস্ট্রেলিয়ায় যাওয়া হয়নি টিম ইন্ডিয়ার সিনিয়র পেসার ইশান্ত শর্মার৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারে আগুনে পারফরম্যান্স দেওয়া হার্দিক পাণ্ডিয়া টেস্টে সুযোগ পাননি৷ এবার নির্বাচকরা তাঁকে নিয়েই টেস্ট দল সাজালেন৷
NEWS - The All-India Senior Selection Committee met on Tuesday to pick the squad for the first two Test matches to be played at Chennai against England.#INDvENG
— BCCI (@BCCI) January 19, 2021
তলপেটের টানের জন্য গাবায় নামতে না পারা জসপ্রীত বুমরাহ এখন পুরো ফিট৷ তিনিও রয়েছেন প্রথম একাদশে৷ বুমরাহের মতো পিঠের চোটের জন্য অজিদের বিরুদ্ধে শেষ ও চতুর্থ টেস্ট খেলা হয়নি রবিচন্দ্রন অশ্বিনের৷ তিনিও ফিট হয়ে দলে ফিরলেন৷
TEAM - Virat Kohli (Capt), Rohit Sharma, Mayank Agarwal, Shubman Gill, Cheteshwar Pujara, Ajinkya (VC), KL Rahul, Hardik, Rishabh Pant (wk), Wriddhiman Saha (wk), R Ashwin, Kuldeep Yadav, Axar Patel, Washington Sundar, Ishant Sharma, Jasprit Bumrah, Md. Siraj, Shardul Thakur
— BCCI (@BCCI) January 19, 2021
প্রথম দু'টি টেস্টে ভারতের দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), আর অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুর৷ বিসিসিআই পাঁচজন নেট বোলার ও পাঁচজন স্ট্যান্ডবাই প্লেয়ারের নামও ঘোষণা করেছে৷ স্ট্যান্ডবাইতে রয়েছেন বাংলার স্টার ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরণ৷
The Committee also picked five net bowlers and five players as standbys.
Net Bowlers: Ankit Rajpoot, Avesh Khan, Sandeep Warrier, Krishnappa Gowtham, Saurabh Kumar Standby players: K S Bharat, Abhimanyu Easwaran, Shahbaz Nadeem, Rahul Chahar, Priyank Panchal#INDvENG — BCCI (@BCCI) January 19, 2021
আগামী ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি ভারত-ইংল্যান্ড৷ এবং ১৩ ফেব্রুয়ারি চিপকেই হবে দ্বিতীয় টেস্ট৷ বায়োবাবল প্রটোকল মেনেই চলবে সিরিজ৷ চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ও চতুর্থ তথা শেষ টেস্ট হবে আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে৷ এই মুহূর্তে দর্শক সংখ্যার নিরীখে এটিই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম৷ ভারতে পূর্ণাঙ্গ সিরিজ (চারটি টেস্ট, পাঁচটি টি-২০ ও তিনটি ওয়ানডে) খেলবে ইংল্যান্ড৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Virat Kohli