#হায়দরাবাদ: স্বপ্ন সফল হতে আর মাত্র কয়েক বছর বাকি। তারপরই বোমারু বিমানের ককপিটে বসে সরাসরি শত্রুশিবিরে হানা দেবেন অবনী চতুর্বেদী, ভাবনা কান্থ , মোহনা সিং । হায়দরাদাবাদের এয়ারফোর্স একাডেমির গ্র্যাজুয়েশন প্যারেডে আনুষ্ঠানিভাবে তাঁদের বায়ুসেনার ফাইটার স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত করা হল শনিবার। অনুষ্ঠানে হাজির ছিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্কর। আকাশে ইতিহাস তৈরির দোরগোড়ায় দাঁড়িয়েও নিজেদের লক্ষে অবিচল ভারতীয় বায়ুসেনার তিন কন্যা। পথটা মসৃণ ছিল না একেবারেই। গত পঁচিশ বছর ধরেই মহিলা পাইলট রয়েছেন বিমানবাহিনীতে। তবে হেলিকপ্টার বা পণ্যবাহী বিমান ছাড়া আর কিছুই ওড়ানোর সুযেগ মিলত না। সুখোই বা মিরাজের মত যুদ্ধবিমান তো দূরঅস্ত। ২০০৯ থেকেই বায়ুসেনার বিভিন্ন কাজে মহিলা ক্যাডেটদের অংশ নেওয়ার ছাড়পত্র দেয় প্রতিরক্ষামন্ত্রক। মনোহর পারিকরের নির্দেশে চলতি বছরেই বায়ুসেনা অ্যাকাডেমিতে পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন মহিলারা। আর প্রথম বছরেই কামাল। ৯ মাসের কঠিন প্রশিক্ষণের পর শনিবার বায়ুসেনার ফাইটার স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত করা হল মধ্যপ্রদেশের অবনী চতুর্বেদী, বিহারের ভাবনা কান্থ ও রাজস্থানের মোহনা সিং-কে। ইতিহাস তৈরি করতে যাচ্ছেন। তবু। নিজেদের লক্ষে অবিচল তিন মহিলা ফাইটার ক্যাডেট। বললেন, স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন সফল করতে পরিশ্রম করছেন। নিজেদের সবটুকু দিয়ে সফলভাবে প্রশিক্ষণ শে, করতে চান তাঁরা। তিনজনেই প্রথম ধাপে পিসি সেভেন বেসিক ট্রেনার বিমান ৫৫ ঘন্টা আকাশে ওড়ার অভিজ্ঞতা অর্জন করেছেন। এরপর কিরণ মার্ক টু বিমানে দ্বিতীয় ধাপের প্রশিক্ষণো শেষ। হায়দরাবাদ এয়ারফোর্স একাডেমিতে প্রশিক্ষণ এখানেই শেষ। এবার পরবর্তী ধাপে অ্যাডভান্সড জেট ট্রেনারের প্রশিক্ষণ শুরু হবে কর্নাটকের বিদারে। চূড়ান্ত প্রশিক্ষণের জন্য প্রস্তুত ফাইটার ক্যাডেটরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, ETV News Bangla, IAF, India's first women fighter pilots, Women Fighter Pilots Get Wings, ভারতীয় বায়ুসেনার তিন কন্যা