• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • দেশে এই প্রথম ট্রান্সজেন্ডারদের জন্য তৈরি হল এইচআইভি ট্রিটমেন্ট সেন্টার!

দেশে এই প্রথম ট্রান্সজেন্ডারদের জন্য তৈরি হল এইচআইভি ট্রিটমেন্ট সেন্টার!

photo source collected

photo source collected

 • Share this:

  #মুম্বই: সমকামী নারী-পুরুষদের আমাদের সমাজ এখনও অন্য চোখে দেখে। এবার তাদের জন্য এবং ট্রান্সজেন্ডারদের জন্য মুম্বইতে কাজ করছে একটি সংস্থা। সম্প্রতি এই সংস্থা হামসফর ট্রাস্ট তৈরি করল দেশের প্রথম এইচআইভি ট্রিটমেন্ট সেন্টার। সেই সেন্টারে চিকিৎসা করা হবে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষদেরও।

  এইচআইভি ভাইরাসে আক্রান্তদের মধ্যে সংক্রমণ যাতে বেশি মাত্রায় ছড়িয়ে পড়তে না পারে সে জন্য অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি (এআরটি) প্রয়োগ করা হয়ে থাকে। এই ক্লিনিকে থাকবে এআরটি-র ব্যবস্থা। এ ছাড়া বিনামূল্যে কাউন্সেলিংয়ের ব্যবস্থাও থাকবে এই ক্লিনিকে। এই সংস্থার চেয়ার পাসর্নের মতে তাঁরা এই ক্লিনিক খুলেছেন একটাই উদ্দেশে যাতে এই শ্রেণির মানুষরা পুরো চিকিৎসা করান। মাঝ পথে ছেড়ে না দেন। এইচআইভির চিকিৎসা কমিউনিটি নির্ভর করার ফলে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা গত ২০ বছরে অনেক কমেছে বলে জানানো হয়েছে মুম্বই ডিস্ট্রিক্ট এডস কন্ট্রোল সোসাইটির তরফ থেকে।

  First published: