#নয়া দিল্লি: বাঘ মানেই রোমাঞ্চ। ঘন জঙ্গলে বাঘ মামার চলাফেরা। জীবন যাপন। তা দেখার জন্য কত হাজার মানুষ প্রতি বছর ছুঁটে যান জঙ্গলে। শুধু বাঘের টানেই মানুষ বিভিন্ন দেশ থেকে ছুটে আসেন ভারতে। এবার ভারতের বাঘ সংখ্যা ২০১০ সালে যা ছিল তাঁর দ্বিগুণ বেড়ে গিয়েছে। ভারতে এখন বাঘের সংখ্যা ২,৯৭৬টি। সারা ভারতের জঙ্গলে সবচেয়ে বড় সংখ্যার ক্যামেরা ট্র্যাপ বসানো হয়েছিল। তাতেই ধরা পড়ে এই সংখ্যক বাঘ। The Guinness World Record- এ জায়গা করে নিল ভারতের এই সবথেকে বড় ক্যামেরা ট্র্যাপ। এর আগে কখনও ওয়াইল্ড লাইফ সার্ভেতে কোনও দেশ এতগুলো ক্যামেরা ব্যবহার করেনি। এই প্রচেষ্টায় নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানানো হয়েছে।
২০১০ সালে ভারতে যে সংখ্যক বাঘ ছিল, সেই সংখ্যাকে ২০২২-এর মধ্যে দ্বিগুণ করার প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল। কিন্তু তার চার বছর আগেই ২০১৮ তে এই সংখ্যা অতিক্রম করে ফেলে ভারত। পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভেদকর জানিয়েছেন, নরেন্দ্র মোদির সহায়তায় আমরা এই কাজ সফল করেছি। আমাদের দেশে এখন ২৯৬৭টি বাঘ রয়েছে। যা গোটা বিশ্বের প্রায় ৭৫ শতাংশ।
the Guinness World Record website জানিয়েছে চার নম্বর সার্ভে থেকে এই ফল উঠে এসেছে। ক্যামেরা ট্র্যাপগুলিকে ১৪১টি আলাদা আলাদা জায়গায় ২৬ হাজার ৮৩৮ একর জায়গা জুড়ে লাগানো হয়েছিল। যার মধ্যে ছিল ১২১.৩৩৭ কিলোমিটার এরিয়া। এখানেই এই ক্যামেরা দিয়ে ধরা পড়ে ৩৪,৮৫৮,৬৩২টা ছবি। যার মধ্যে ৭৬.৬৫১টা ছবি বাঘের। বাকি ৫১,৭৭৭টা ছবি লেপার্ডের। এখান থেকেই খুঁজে বার করা হয় ২, ৪৬১টি আলাদা আলাদা নতুন বাঘকে। ২০১৮ সালে আলাদা করে বাঘের পায়ের চিহ্নও সার্ভে করা হয়। ২৯৬৭টি বাঘের মধ্যে ভারতের কাছে এখন ২৪৬১টি বাঘের ছবি রয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।