• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • একতাই ধর্ম ! করোনা যুদ্ধে দেশ বিদেশের ভারতীয়রা মিলিত হয়ে ভিডিওকলে ভালবাসার গান গাইলেন !

একতাই ধর্ম ! করোনা যুদ্ধে দেশ বিদেশের ভারতীয়রা মিলিত হয়ে ভিডিওকলে ভালবাসার গান গাইলেন !

photo source facebook

photo source facebook

এই সময় মনের জোর হারালে চলবে কেন ? এখনই তো সময় একতার। তা আর একবার মিলিতভাবে প্রমান করলেন ভারতীয়রা !

 • Share this:

  #নয়া দিল্লি: সারা বিশ্বে এখন একটাই আতঙ্ক ! করোনা ভাইরাস। মানুষের প্রাণ সঙ্কটে। করোনা এমন এক ছোঁয়াচে ভাইরাস যা নিমেষে একজনের থেকে আর একজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে। এই ভাইরাসের এখনও কোনও টিকা আবিষ্কার হয়নি। নেই সঠিক চিকিৎসা। সারা বিশ্ব এই রোগের সঙ্গে লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়ছে। মানুষকে গৃহবন্দি করে করা হচ্ছে করোনা মোকাবিলা। কেউ কারও সঙ্গে দেখা সাক্ষাৎ তো দূরের কথা, মানতে হচ্ছে সোশ্যাল দূরত্ব। এক ঘরে থেকেও একে অপরের থেকে দূরত্ব মেনে চলতে হচ্ছে। কিন্তু এই সময় মনের জোর হারালে চলবে কেন ? এখনই তো সময় একতার।

  বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ভারতের মানুষ। শুধু ভারতেই নয় বিদেশেও তাঁরা গৃহবন্দি। এই অবস্থায় সকলে মিলে এক হয়ে ভিডিও কনফারেন্সে গান গাইলেন। বিভিন্ন দেশের ভারতীয়রা মিলে গাইলেন, 'আ চলকে তুঝে ম্যায় লেকে চলু এক এয়সে গগনকে তলে। যাহা গম ভি না হো, আশু ভি না হো, বাস পেয়ার হি পেয়ার পালে।" এই গান গেয়ে তাঁরা নিজেদের একতার পরিচয় দিলেন। করোনা যুদ্ধে এই একতাই এখন সবথেকে জরুরি।

  Published by:Piya Banerjee
  First published: