#নয়া দিল্লি: ২৯ জানুয়ারি সংসদে বাজেট অধিবেশন শুরু হয়। ওই দিনই ইকোনমিক সার্ভে পেশ হয়। তার পর শনিবার-রবিবার শেষে আজ বাজেট পেশ হল। সকাল থেকেই টেলিভিশনের দিকে তাকিয়ে ছিল ব্যবসায়ী থেকে চাকরিজীবী, পড়ুয়া থেকে সাধারণ মানুষ সকলে। এবার বাজেটে লাল খাতা নয়, ট্যাব হাতে দেখা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে (Nirmala Sitharaman)। তাঁর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।
করোনা পরবর্তী এই বছরের বাজেট নিয়ে একাধিক মানুষের একাধিক চাওয়া-পাওয়া ছিল। কেউ ট্যাক্সে ছাড় চেয়েছেন, তো কেউ কোভিড পরবর্তী পর্যায়ে ট্যাক্স থেকে অব্যাহতি চেয়েছেন।
আজ শ্রমিকদের ন্যূনতম পারিশ্রমিক, মহিলাদের কর্মসংস্থান, জল, টেক্সটাইল, বিদ্যুৎ, স্বাস্থ্য, সড়ক-সহ একাধিক ক্ষেত্রে বরাদ্দ ও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা হয়। সেই ঘোষণায় কতটা খুশি মধ্যবিত্তরা, কতটা লাভবান হল তারা, তা জানার আগেই সোশ্যাল মিডিয়া ভরে গেল মিমে।
বাজেট শুরুর আগে থেকেই মধ্যবিত্তদের উপের বাজেটের প্রভাব ও তাদের আশা-আকাঙ্ক্ষা নিয়ে মিম বের হতে শুরু করে। আজ ট্যুইটারে (Twitter) বাজেটের অন্য সমস্ত কিছুর সঙ্গেই ট্রেন্ডিংয়ে ছিল মিমগুলি।
মধ্যবিত্তদের চাহিদা ও তাদের পাওনা নিয়ে সরকার ভূমিকা প্রসঙ্গে একাধিক ছবি দিয়ে, সিনেমার সংলাপে সঙ্গে মিমগুলি বানানো হয়। প্রতি বছর বাজেট থেকে মধ্যবিত্তরা কী পায়, সেই বিষয়গুলিও হাসির ছলেই উল্লেখ করা হয়।
একজন একটি মিম শেয়ার করে লেখেন, প্রতি বছর বাজেটের ছবি, নিচে অক্ষয় কুমার (Akshay Kumar) ও লারা দত্তর (Lara Dutta) একটি সিনেমার সিন। দেখা যাচ্ছে, লারা দত্ত কাঁদছেন। ছবিতে লারা দত্তর জায়গায় লেখা সেভিংস ও অক্ষয় কুমারের মুখের কাছে লেখা মধ্যবিত্ত।
Every year after Budget . #Budget2021 pic.twitter.com/uBdIblt60y
— Economist Hunटरर ♂ (@nickhunterr) February 1, 2021
এবার মধ্যবিত্তরা বাজেট নিয়ে ভাবে, তা নিয়ে মিম তৈরি হয়।
#Budget2021Budget aayega aj..Middle Class: pic.twitter.com/c7ZCoilczf
— رومانا (@RomanaRaza) February 1, 2021
বাজেট চলাকালীন মধ্যবিত্তদের অবস্থা নিয়ে মিস্টার বিনের কয়েকটি দৃশ্য শেয়ার করে মিম হয়।
Middle class after every financial budget #Budget2021 pic.twitter.com/swZm67xGXA
— Bhole chature (@Bhole6ture) February 1, 2021
Scenes #Budget2021
It's hard to be a middle class pic.twitter.com/FiabtohjqY— 々CA TANGENT々 (@pra_tea_k) February 1, 2021
#Budget2021 is getting the under way
1- Middle-class people2- Corporates pic.twitter.com/Py3u2QVCJI— Raghav Masoom (@comedibanda) February 1, 2021
Middle class family : hamare liye bhi.. pic.twitter.com/VP2rHHyTaA— RadianR D (@imramdyal) February 1, 2021
*Middle class people to #NirmalaSitharaman *#Budget2021 pic.twitter.com/9b6NYYHydU
— Tweetera (@DoctorrSays) February 1, 2021
Nirmala Tai said- #Budget2021 will become a historical .Meanwhile middle class after listening this :- pic.twitter.com/PiU4MQm8yL
— Billu Tau fan club (@iamramadhir) February 1, 2021
মধ্যবিত্ত বাদ দিলে বাজেট নিয়ে কিছু বোঝে না এমন লোকের সংখ্যাও কম নয়। তাদের নিয়েও মিম বানায় কয়েকজন।
Chai wala bhaiya asking you about #Budget2021 You (who have to give 2rs more for cigarette) pic.twitter.com/A6Rhx88K34
— Roman Empire (@RomanEm73754515) February 1, 2021
এদিকে অর্থনীতি নিয়ে পড়া ছেলেমেয়েরা বাজেট কী ভাবে দেখে বা বোঝে, সেই নিয়েও মিম তৈরি হয়।
Commerce students watching the budget. #Budget2021 pic.twitter.com/8t2E8JWcNb
— Sagar (@sagarcasm) February 1, 2021
এটি নরেন্দ্র মোদি সরকারের নবম বার্ষিক বাজেট। গত প্রায় এক বছর ধরে করোনা পরিস্থিতির কারণে দেশের অর্থনীতির অবস্থা টালমাটাল অবস্থায় পৌঁছায়। সেখান থেকে ঘুরে দাঁড়াতে একাধিক পদক্ষেপ এবার সরকারের তরফে করা হবে বলে আশাবাদী ছিল সকলে। বিশেষজ্ঞরা বলছেন, বেশ কয়েকটি ইতিবাচক পদক্ষেপ করা হয়েছে প্যানডেমিকের কথা মাথায় রেখে।