হোম /খবর /দেশ /
ভারতের কোভ্যাকসিন দারুণ সুরক্ষায় নজর কেড়েছে বিশ্বের

ভারতের কোভ্যাকসিন দারুণ সুরক্ষায় নজর কেড়েছে বিশ্বের, উচ্ছ্বসিত আইসিএমআর

ভারতে তৈরি কোভ্যাকসিন দারুণ সুরক্ষায় নজর কেড়েছে বিশ্বের

ভারতে তৈরি কোভ্যাকসিন দারুণ সুরক্ষায় নজর কেড়েছে বিশ্বের

দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) দুর্দান্ত এক খবর শোনাল৷ তারা জানাচ্ছে ভারতে দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনার টিকা ‘কোভ্যাকসিন’ বিশ্বে অলোড়ন ফেলে দিয়েছে৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দেশ জুড়ে করোন টিকাকরণের জন্য প্রস্তুত হচ্ছে কেন্দ্র৷ আগামী সপ্তাহের মধ্যে ভৌগলিক অবস্থানের বিচারে অন্ধ্রপ্রদেশ, অসম, গুজরাত ও পঞ্জাবে শুরু হয়ে যাবে করোনা টিকার ড্রাই রান৷ এর মধ্যেই দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) দুর্দান্ত এক খবর শোনাল৷ তারা জানাচ্ছে ভারতে দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনার টিকা ‘কোভ্যাকসিন’ বিশ্বে অলোড়ন ফেলে দিয়েছে৷

আইসিএমআর তাদের টুইটারে জানিয়েছে, "আইসিএমআর ও ভারত বায়োটেক যৌথভাবে যে দেশীয় কোভিড-১৯ কোভ্যাকসিন টিকা তৈরি করেছে তা অভূতপূর্ব এক নজির গড়েছে৷ দেশের মধ্যে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বলা যায় যে, এই কোভ্যাকসিন সুরক্ষার দিক থেকেও নজর কেড়েছে৷ পাশাপাশি এর অনাক্রম্যতা প্রোফাইল দেখে ল্যানসেটও (চিকিৎসাবিদ্যা বিষয়ক পত্রিকা) আগ্রহ প্রকাশ করেছে৷" আইসিএমআর আরও জানিয়েছে, "প্রথম ও দ্বিতীয় পর্যায়ে কোভ্যাকসিনের সফল ক্লিনিক্যাল ট্রায়ালই তৃতীয় পর্যায়ের রাস্তা তৈরি করে দিয়েছে৷ এই মুহূর্তে এটি ২২টি সাইট জুড়ে চলছে৷"

চিন, ব্রিটেন, আমেরিকা ও রাশিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে টিকাকরণ। কিন্তু ভারতে একাধিক টিকার ট্রায়াল রান শুরু হলেও, এখনও পর্যন্ত টিকাকরণ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ভারত সরকার। জানা যাচ্ছে আগামী সপ্তাহে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকাকে টিকার জন্য অনুমোদন দেওয়া হতে পারে। এর পাশাপাশি আপৎকালীন স্থিতিতে ব্যবহারের জন্য ভারত বায়োটেক এবং ফাইজারকে অনুমোদন দিতে পারে কেন্দ্র। টিকা সুরক্ষিত প্রমাণ হলেই ভারতে টীকাকরণ শুরু হবে৷

Published by:Subhapam Saha
First published:

Tags: Corona, COVID-19