Home /News /national /
সুড়ঙ্গ পথে পাকিস্তানের ২০০ মিটার ভিতরে ঢুকে পড়ল ভারতীয় নিরাপত্তা বাহিনী, দাবি রিপোর্টে

সুড়ঙ্গ পথে পাকিস্তানের ২০০ মিটার ভিতরে ঢুকে পড়ল ভারতীয় নিরাপত্তা বাহিনী, দাবি রিপোর্টে

এই সেই সুড়ঙ্গ৷ Photo-File/ANI

এই সেই সুড়ঙ্গ৷ Photo-File/ANI

 • Share this:

  #শ্রীনগর: ভারতে অনুপ্রবেশ করতে সুড়ঙ্গ খুঁড়েছিল জঙ্গিরা৷ সেই সুড়ঙ্গ দিয়েই পাকিস্তানের মধ্যে প্রায় ২০০ মিটার ঢুকে পড়ল ভারতীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা৷ কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ কর্তাকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে৷

  গত ২২ নভেম্বর জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টরে প্রায় দেড়শো মিটার লম্বা একটি সুড়ঙ্গের খোঁজ পায় নিরাপত্তা বাহিনী৷ ওই সুড়ঙ্গ ব্যবহার করেই ভারতে প্রবেশ করেছিল পাক মদতপুষ্ট চার জৈশ ই মহম্মদ জঙ্গি৷ গত ১৯ নভেম্বর নাগরোটায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাদের মৃত্যু হয়৷ জঙ্গিদের কাছে থাকা মোবাইল ফোনের তথ্য দেখেই ওই সুড়ঙ্গের খোঁজ পাওয়া যায়৷ ২৬/১১ হামলার বর্ষপূর্তিতে কাশ্মীরে বড়সড় হামলার ছক ছিল ওই জঙ্গিদের৷

  নাম প্রকাশে অনিচ্ছুক ওই সরকারি কর্তা বলেন, 'ওই সুড়ঙ্গ ব্যবহার করে পাকিস্তানের ভিতরে প্রায় ২০০ মিটার পর্যন্ত প্রবেশ করেছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী৷ সেখানেই ছিল ওই সুড়ঙ্গের উৎস৷ গত সপ্তাহে কাশ্মীরে নিহত জঙ্গিরা এই সুড়ঙ্গটি ব্যবহার করেছিল৷'

  এর আগে বিএসএফ-এর রেইজিং ডে-র অনুষ্ঠানেও ওই সুড়ঙ্গের কথা উল্লেখ করেছিলেন বিএসএফ-এর ডিজি রাকেশ আস্থানা৷ যদিও সুড়ঙ্গটি নিয়ে নিরাপত্তা বাহিনীর পদক্ষেপ নিয়ে বিশদে কিছু বলেননি তিনি৷

  সূত্রের খবর, জঙ্গিদের অনুপ্রবেশের জন্য সুড়ঙ্গটি নতুন করেই খোঁড়া হয়েছিল৷ অত্যন্ত দক্ষতার সঙ্গেই সেিট তৈরি করা হয়৷ সুড়ঙ্গের একদিকের মুখ ঝোপঝাড়ে ঢাকা ছিল৷ পাশাপাশি ধস রুখতে বালির বস্তা ব্যবহার করা হয়৷ যেগুলির গায়ে করাচির ঠিকানার উল্লেখ ছিল৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  পরবর্তী খবর