নিউ দিল্লি: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের খটখটি স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিং চালু। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ২৮ মার্চ লামডিং ডিভিশনের খটখটি স্টেশনে সিমেন্স তৈরি ইলেকট্রনিক ইন্টারলকিং (ইআই) চালু করেছে। আরডিএসও অনুমোদিত ইআই ট্রেন পরিচালনায় আরও ভাল পরিষেবা প্রদান করবে। সেকশনে সংযোগ বিচ্ছিন্ন ও ট্র্যাফিক ব্লক-এর দ্বারা সমস্ত কাজ চালু করা হয়েছে।
ইআই সিগন্যাল এবং টেলিকম, ইঞ্জিনিয়ারিং এবং বৈদ্যুতিক বিভাগের প্রথম সমস্ত কাজের অধীনে করা হয়। এর মধ্যে নতুন আরবিজি ভবন নির্মাণ এবং নতুন অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন ইকুইপমেন্ট স্থাপনের কাজ রয়েছে। সিগন্যালিং ইকুইপমেন্টেকে নির্ভরযোগ্য বিদ্যুৎ যোগানের জন্য নতুন ইন্টিগ্রেটেড পাওয়ার সাপ্লাই সিস্টেম প্রতিস্থাপিত করা হয়েছে।
পিটিজে তৈরি টোকেনলেস ব্লক ইন্সট্রুমেন্টগুলি খটখটি – বোকাজান এবং খটখটি – ডিমাপুর সেকশনের মধ্যে ইউনিভার্সাল ফেইল সেফ ব্লক ইন্টারফেস দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। ইডি-এর জায়গায় ২টি নতুন পয়েন্ট মেশিন বসানো হয়েছে। এই ইআই-তে ৪৪টি রুট কানেকশন রয়েছে। খটখটি স্টেশনে ইআই সিস্টেম চালু হওয়ার ফলে এই রুটে ট্রেন চলাচল যথেষ্ট সহজ হবে এবং মেল/এক্সপ্রেস ট্রেনের সময় উন্নত হবে ও মালবাহী ট্রেনের গড় গতি বৃদ্ধি পাবে। নতুন ইন্টারলকিং দ্বারা সেকশনে নিরাপদ ও নিরবচ্ছিন্ন ট্রেন চলাচল নিশ্চিত করতে সাহায্য করবে।
আরও পড়ুন, 'নরেন্দ্র মোদিকে ভুয়ো মামলায় ফাঁসানোর জন্য চাপ দেওয়া হয়েছিল', বিস্ফোরক অমিত
আরও পড়ুন, ‘একটি পরিবারের জন্য দেশের আইন কি বদলানো উচিত?’, রাহুল গান্ধি নিয়ে অমিত শাহ
উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে তাদের একাধিক প্রান্তে এই কাজ চলছে। বিশেষ করে ইন্টারলকিং প্রক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার ফলে বহু সেকশনে একদিকে যেমন বাড়তে চলেছে রেলের গতি, তেমনই ট্রেন চালানোর ক্ষেত্রেও বহু সেকশন অনেক নিরাপদ হয়ে উঠেছে। এখন উত্তর পূর্ব সীমান্ত রেলে একদিকে যেমন যাত্রীবাহী ট্রেনের সংখ্যা বেড়েছে। আবার পণ্যবাহী ট্রেন চলাচলের সংখ্যাও বেড়েছে। এক সময় দুর্গম বলে পরিচিত ছিল যে সব রেলের সেকশনে আধুনিক ব্যবস্থা চালু করা হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railway