হোম /খবর /দেশ /
বিরাট লাভ ভারতীয় রেলে! পণ্য পরিবহণে গতি বেড়েছে উত্তর পূর্ব রেলে

Indian Railways: বিরাট লাভ ভারতীয় রেলে! পণ্য পরিবহণে গতি বেড়েছে উত্তর পূর্ব রেলে

উত্তর পূর্ব রেল

উত্তর পূর্ব রেল

Indian Railways: চলতি আর্থিক বর্ষের এপ্রিল ২০২২ থেকে ফেব্রুয়ারী ২০২৩ পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ১৩৩২৮টি মালবাহী রেক আনলোড করা হয়।

  • Share this:

নিউ দিল্লি: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে পণ্য আনলোডিং। পণ্য আনলোডিঙের ক্ষেত্রে ৭.৪১% বৃদ্ধি পেয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে পণ্য আনলোডিং ধারাবাহিকভাবে স্থির বৃদ্ধি পঞ্জীয়ন করে আসছে। চলতি আর্থিক বর্ষের এপ্রিল ২০২২ থেকে ফেব্রুয়ারী ২০২৩ পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ১৩৩২৮টি মালবাহী রেক আনলোড করা হয়।

বিগত বছরের একই সময়ের তুলনায় এই বৃদ্ধি ৭.৪১%। ফেব্রুয়ারি, ২০২৩ মাসে ১১৪৮টি পণ্যবাহী রেক আনলোড করেছে।  উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, খাদ্য শস্য, সার, সিমেন্ট, কয়লা, শাকসবজি, অটো, ট্যাঙ্ক, কনটেইনারের মতো পণ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং নিজস্ব অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে। ফেব্রুয়ারি, ২০২৩ সময়সীমার মধ্যে অসমে পণ্যবাহী ট্রেনের ৬৬৪টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ৩১০টি রেকে অত্যাবশ্যকীয় সামগ্রী লোড ছিল।

সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ৮৬টি রেক, নাগাল্যান্ডে ১৫টি রেক, মণিপুরে ৭টি রেক, অরুণাচল প্রদেশে ৬টি রেক, মিজোরামে ৭টি রেক এবং মেঘালয়ে ১টি করে রেক আনলোড করা হয়। এছাড়াও, সংশ্লিষ্ট মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ১৮৮টি পণ্য রেক ও বিহারে ১৭৪টি পণ্য রেক আনলোড করা হয়েছিল।উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের গুরুত্বপূর্ণ সেকশনগুলিতে দ্বৈতকরণের কাজ দ্রুতগতিতে পরিচালনা করা হচ্ছে যার ফলে পণ্যবাহী ট্রাফিকের অন্তর্মুখী ও বহির্মুখী চলাচল বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন, বাংলাতেও পোস্তর চাষ চান মমতা, অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন, রাজভবনে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল বৈঠক! প্রিন্সিপাল সেক্রেটারি নিয়োগ নিয়ে আলোচনা?

এর ফলে পণ্য আনলোডিং বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অত্যাবশ্যকীয় ও অন্যান্য পণ্য সামগ্রীর চলাচলও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কোনও সংস্থা সড়ক পরিবহণের ওপর নির্ভরশীল না হয়ে রেল পথে পণ্য পরিবহণ করছে। একাধিক জায়গায় পণ্য পরিবহণ করার জন্য রেলের গতি বৃদ্ধি পেয়েছে। পরিকাঠামো বদল করা হয়েছে। ফলে বিভিন্ন সংস্থাও পণ্য পরিবহণে রেল পথের দিকে ঝুঁকছে। ভারতীয় রেলও চাইছে পণ্য পরিবহণের জন্য নানা সুবিধা দিতে।আবীর ঘোষাল

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Indian Railway