কলকাতাঃ মালিগাঁওয়ে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন করলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী অনশুল গুপ্তা। ৩১ মার্চ ২০২৩ তারিখে মালিগাঁওস্থিত উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কেন্দ্রীয় হাসপাতালে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার উদ্বোধন হল। উদ্বোধনের সময় উঃ-পূঃ সীমান্ত রেলওয়ের চিফ হেল্থ ডিরেক্টর, কেন্দ্রীয় হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর সহ-মুখ্য কার্যালয়ের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
নিউরো ডেভেলপমেন্টাল সমস্যায় আক্রান্ত যে সমস্ত শিশুর শেখা ও যোগাযোগের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়, তাদের জন্য এই চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার সহায়ক। অনুষ্ঠানে ভাষণ প্রদানের সময় জেনারেল ম্যানেজার বলেন, 'এই ডেডিকেটেড ক্লিনিকটি সমস্ত পর্যায়ের শিশুদের প্রয়োজনীয়তা পূরণ করবে ও দ্রুত রোগ চিহ্নিতকরণের মাধ্যমে উচ্চমানের যত্ন প্রদান করবে এবং সাহায্য করবে।'
আরও পড়ুনঃ আজ থেকে রাজ্যে ফের দুয়ারে সরকার, আবেদন জানানো যাবে ৪ নয়া প্রকল্পে
উপরোক্ত ছাড়াও, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয়ে জেনারেল ম্যানেজারের দ্বারা একটি এইচআর প্রশিক্ষণ ও কনফারেন্স রুমেরও উদ্বোধন করা হয়। এটা অনলাইন ও অফলাইন উভয় পরীক্ষা পরিচালনার জন্য একটি ওয়ার্কস্টেশন হিসেবে কাজ করবে। এইচআরএমএস মডিউল, আইপিএএস মডিউল ইত্যাদির মতো সমস্ত পার্সোনাল ডিপার্টমেন্টের কাজ সম্পর্কিত প্রশিক্ষণ এখানে পরিচালনা করা হবে।
আরও পড়ুনঃ কিছুক্ষণেই তোলপাড় শুরু আবহাওয়ার, কলকাতা-সহ জেলায় জেলায় তুমুল ঝড়বৃষ্টি, সতর্কতা জারি
অনুষ্ঠানে উঃ-পূঃ সীমান্ত রেলওয়ে-এর সমস্ত মহিলা কর্মচারীদের জন্য একটি ওয়েবসাইট চালু করা হয়। দ্রত গতিতে ত্রুটিমুক্ত দৈনন্দিন অফিস কাজের জন্য সর্বশেষ ওয়ার্কিং সিস্টেম-সহ আপডেট থাকতে চাওয়া কর্মীদের জন্য এই নতুন এইচআর প্রশিক্ষণ কেন্দ্রটি সহায়ক হবে।উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে, যোগাযোগ ব্যবস্থা কঠোর হওয়ার জন্য অনেকেই গুয়াহাটি অবধি আসতে পারেন না।
এই অবস্থায় ভারতীয় রেলের পরিকাঠামো ব্যবহার করে এই চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার চালু হওয়ায় প্রচুর মানুষের সুবিধা হবে৷ বিশেষ করে নিউরো সংক্রান্ত অসুবিধার মধ্যে দিয়ে যাদের যেতে হয়, তাদের অনেক সুবিধা হবে৷ তাই আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।
ABIR GHOSHAL
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways