নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে ট্রেন চলাচল আগের মতো আর স্বাভাবিক নেই ৷ যাত্রীর অভাবে অনেক রুটেই বন্ধ হয়ে গিয়েছিল ট্রেন চলাচল ৷ কিন্তু দেশে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমতে শুরু করার পরেই ফের বেশ কিছু রুটে ট্রেন চলাচল পুনরায় চালু করা কথা জানানো হয়েছে রেলের পক্ষ থেকে ৷ এছাড়া যে সমস্ত স্পেশাল ট্রেনগুলি এখন বন্ধ করে দেওয়ার কথা ছিল, সেগুলির সময়সীমা আরও বাড়ানো হল ৷ এর ফলে অনেক যাত্রীরাই লাভবান হবেন বলে মনে করা হচ্ছে ৷
পূর্ব-মধ্য রেলের বিভিন্ন স্টেশনের মধ্যে চলা ২৮ জোড়া অর্থাৎ ৫৬টি ট্রেনের পরিষেবা চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ এই ট্রেনগুলির রুট, স্টেশনগুলিতে কোনও পরিবর্তন করা হয়নি ৷ ট্রেনগুলিতে সব কোচগুলিই হবে সংরক্ষিত ৷
ট্রেনের তালিকা দেখে নিন-
১. ০২৫২১ বরোনী-এরনাকুলম সাপ্তাহিক স্পেশাল ট্রেন চালানোর সময়সীমা আগামী ৩০ অগাস্ট, ২০২১ পর্যন্ত বাড়ানো হল ৷
২. ০২৫২২ এরনাকুলম-বরোনী সাপ্তাহিক স্পেশাল ট্রেন চালানোর সময়সীমা আগামী ৩ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত বাড়ানো হল ৷
৩. ০২৭৮৭ সেকেন্দ্রাবাদ-দানাপুর দৈনিক স্পেশাল ট্রেন চালানোর সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত বাড়ানো হল ৷
৪. ০২৭৮৮ দানাপুর-সেকেন্দ্রাবাদ দৈনিক স্পেশাল ট্রেন চালানোর সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত বাড়ানো হল ৷
৫. ০৫২৬৯ মুজফ্ফরপুর-আহমেদাবাদ সাপ্তাহিক স্পেশাল ২৬ অগাস্ট ২০২১ পর্যন্ত প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে চলবে ৷
৬. ০৫২৭০ আহমেদাবাদ-মুজফ্ফরপুর সাপ্তাহিক স্পেশাল ট্রেন ২৮ অগাস্ট ২০২১ পর্যন্ত প্রত্যেক শনিবার করে চালানো হবে ৷
৭. ০৫৫৫৯ দ্বারভাঙ্গা-আহমেদাবাদ সাপ্তাহিক স্পেশাল ট্রেন ২৫ অগাস্ট পর্যন্ত প্রত্যেক বুধবার করে চালানো হবে ৷
৮. ০৫২৫১ দ্বারভাঙ্গা-জলন্ধর সিটি সাপ্তাহিক স্পেশাল ট্রেনের পরিষেবা ২৮ অগাস্ট ২০২১ পর্যন্ত বাড়ানো হল ৷
৯. ০৫২৫২ জলন্ধর সিটি-দ্বারভাঙ্গা সাপ্তাহিক স্পেশাল ট্রেন চালানোর সময়সীমা বাড়ানো হল ২৯ অগাস্ট ২০২১ পর্যন্ত ৷
১০. ০৫৫৩১ সহরসা-অমৃতসর সাপ্তাহিক স্পেশাল ট্রেন চালানোর সময়সীমা ২৯ অগাস্ট ২০২১ পর্যন্ত বাড়ানো হল ৷
১১. ০৫৫৩২ অমৃতসর-সহরসা সাপ্তাহিক স্পেশাল ট্রেন চালানোর সময়সীমা ৩০ অগাস্ট ২০২১ পর্যন্ত বাড়ানো হল ৷
১২. ০৫২১১ দ্বারভাঙ্গা-অমৃতসর স্পেশাল ট্রেন চালানো হবে ৩০ অগাস্ট ২০২১ পর্যন্ত ৷
১৩. ০৫২১২ অমৃতসর-দ্বারভাঙ্গা সাপ্তাহিক স্পেশাল ট্রেন চালানো হবে ১ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ৷
১৪. ০২৩৯৮ নয়াদিল্লি-গয়া স্পেশাল ট্রেন স্পেশাল ট্রেন চালানোর সময়সীমা ১ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত বাড়ানো হল ৷
১৫. ০২৩৯৭ গয়া-নয়া দিল্লি স্পেশাল ট্রেন চালানোর সময়সীমা ৩১ অগাস্ট ২০২১ পর্যন্ত বাড়ানো হল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways