#নয়াদিল্লি: চারটি বড় যাত্রীবাহী ট্রেন বাতিল (Indian Railways cancelled trains) করল ভারতীয় রেল (Indian Railway)। ৪ মে পর্যন্ত পশ্চিম মধ্য রেল জোন (West Central Railway Zone) থেকে রওনা হওয়া চারটি মূল যাত্রীবাহী ট্রেন বাতিল (Indian Railways cancelled trains) করা হয়েছে৷ ভোপাল এবং জবলপুর বিভাগের (Bhopal and Jabalpur divisions) অন্তর্গত হওয়ায় এই ট্রেনগুলি মধ্যপ্রদেশ থেকে যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ের বিলাসপুর বিভাগে রেলপথের মেরামতির কাজ চলার কারণেই এই সিদ্ধান্ত বলে রেল সূত্রের খবর। ভারতীয় রেলের সিপিআরও রাহুল জয়পুরিয়া জানিয়েছেন, ২৮ মার্চ থেকে ৪ মে পর্যন্ত এই ট্রেনগুলির সফর বন্ধ (Indian Railways cancelled trains) রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
আরও পড়ুন- পোশাক কোথায়? সারা গায়ে নিজেরই ছবি আটকে ফের ভাইরাল উরফি জাভেদ!
এখানে রইল বাতিল করা ট্রেনগুলির সম্পূর্ণ তালিকা -
১) ট্রেন নম্বর ১৮২৩৬/১৮২৩৫, ভোপাল-বিলাসপুর-ভোপাল প্রতিদিন মূল স্টেশন থেকে রওনা দেয়। কিন্তু ২৮ মার্চ থেকে ৩ মে পর্যন্ত বাতিল করা হয়েছে এই ট্রেন
২) বিলাসপুর-রেওয়া রুটে ২৮ মার্চ থেকে ৩ মে পর্যন্ত বাতিল থাকবে ট্রেন। রেওয়া-বিলাসপুর রুটে ২৮ মার্চ থেকে ৪ মে পর্যন্ত বাতিল থাকবে ট্রেনযাত্রা।
৩) জবলপুর-অম্বিকাপুর দৈনিক ট্রেন ২৮ মার্চ থেকে ৩ মে পর্যন্ত বাতিল করা হয়েছে এবং অম্বিকাপুর-জবলপুর রুটেও ২৮ মার্চ থেকে ৪ মে পর্যন্ত বাতিল থাকবে ট্রেন।
আরও পড়ুন- কলেজে পড়াতেন ইংরেজি, এখন চালাচ্ছেন অটো! ৭৪ বছরের বৃদ্ধের কাহিনিতে অবাক নেটিজেনরা
এছাড়া প্রতি বুধবার কমলাপতি-সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস থাকে। ৩০ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বাতিল করা হয়েছে এই ট্রেনের যাত্রা। সাঁতরাগাছি-রানি কমলাপতি হামসফর এক্সপ্রেস ৩১ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বাতিল থাকবে।
কয়েকদিন আগে ভারতীয় রেল ২২২ টি ট্রেন বাতিল করেছে। ওই একই দিনে রেল আংশিকভাবে ৫৪ টি ট্রেন বাতিল করেছে এবং এর কোনও কারণও জানায়নি। বাতিল হওয়া ট্রেনগুলি মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গ, ওড়িশা, পঞ্জাব, অসম, উত্তরপ্রদেশে চলাচল করত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railway, Train Cancelled