#নয়াদিল্লি: একটি-দুটি নয় অক্টোবর মাসের প্রথম দিন থেকেই দূরপাল্লার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে দুই ডজনেরও বেশি ট্রেনের সময়সূচি বদলে ফেলতে চাইছে ভারতীয় রেল। একথা আজ রেলের তরফ থেকে বিবৃতি দিয়েই জানানো হয়েছে।
নিউজ 18 কে উত্তর রেলের আধিকারিকরা জানিয়েছেন, সব মিলিয়ে মোট ২৮ টি ট্রেনের সময়সূচি বদলানো হচ্ছে। এর মধ্যে কলকাতা, হওড়া, শালিমার থেকে ছাড়া একাধিক দূরপাল্লার ট্রেন যেমন রয়েছে। তেমনই রয়েছে উত্তর রেলের অন্য বহু গুরুত্বপূর্ণ স্টেশন থেকে ছাড়া ট্রেন। একবার দেখে নেওয়া যাক কোন কোন ট্রেন এর সময় বদলাচ্ছে।
হাওড়া-কলকাতা-শালিমারের যে ট্রেনগুলির সূচি বদলাচ্ছে-
হাওড়া কাঠগোদাম স্পেশাল ট্রেনটি সকাল ৯.২৫ মিনিটের এর পরিবর্তে কাঠগোদাম স্টেশনে পৌঁছবে সকাল ন'টায়। হাওড়া লালকুয়া স্পেশাল ট্রেনটি লালকুয়ান স্টেশনে পৌঁছবে ৬.৫৫ মিনিটের পরিবর্তে সকাল সাতটায়।
গোরখপুর কলকাতা স্পেশাল ট্রেনটি গোরখপুর থেকে সকাল ১১টা ৩০মিনিটের বদলে সকাল১১টা ২৫ মিনিটে ছাড়বে।
গোরখপুর শালিমার ট্রেনটি গোরখপুর ছাড়বে দুপুর ১ টা ৫০ মিনিটে।
অন্য যে ট্রেনগুলির সূচি বদলাচ্ছে
এছাড়া জয়সলমির কাঠগোদাম স্পেশাল ট্রেনটি সকাল ৫টা ৫মিনিটের পরিবর্তে এবার থেকে ৪টে ৫৫ মিনিটে ছাড়বে। নিউদিল্লি কাঠগোদাম স্পেশাল ট্রেনটি সকাল ১১.৫৫ মিনিটের বদলে ১১ টা ৪০ মিনিটে কাঠগোদাম স্টেশনে পৌঁছবে।
জম্মু তাওয়াই কাঠগোদাম স্পেশাল ট্রেনটি দুপুর ১টা 4৪৫মিনিটের পরিবর্তে দুপুর ১ টা ৩৫ মিনিটে পৌঁছবে কাঠগোদাম স্টেশনে। কানপুর সেন্ট্রাল কাঠগোদাম স্পেশাল ট্রেনটি ২টো ৫৫ মিনিটের পরিবর্তে কাঠগোদামে পৌঁছবে ২টো ৪০ মিনিটে।
আরও পড়ুন-ডারহামে প্রথম বার, বাঙালির স্বপ্নপূরণে দেবী দুর্গা চললেন
এছাড়া দেরাদুন কাঠগুদাম ট্রেনটির সময়সূচি বদল করা হয়েছে। আনন্দবিহার লালকুয়ান স্পেশাল ট্রেনের ক্ষেত্রে সময়সূচি বদলেছে। ট্রেনটি লালকুয়ান স্টেশনে রাত ৮.৩০ এর বদলে পৌছবে রাত ৯ টা ৫ মিনিটে। এছাড়াও দিল্লি কাঠগোদাম স্পেশাল ট্রেন কাঠগোদাম ছাড়বে 8 টা 45 মিনিটে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways