নয়া দিল্লি: রেল যাত্রীদের জন্য খুশির খবর। এবার দূরপাল্লার ট্রেনে যাওয়ার সময়ে আপনি হোয়াটসঅ্যাপেও খাবার অর্ডার দিতে পারেন। এতোদিন গ্রাহকরা অ্যাপ কিংবা IRCTC-তে খাবার অর্ডার দিতে পারতেন ট্রেন যাত্রার সময়ে। এখন হোয়াটসঅ্যাপে খাবার অর্ডার দেওয়ার পরিষেবাও খুলে গিয়েছে যাত্রীদের সামনে।
ইতিমধ্যে ভারতীয় রেলের তরফ থেকে একটি নম্বর জারি করা হয়েছে। সেই নম্বরে চ্যাটের মাধ্যমেই খাবার অর্ডার দিতে পারবেন যাত্রীরা। ৮৭৫০০০১৩২৩ এই নম্বরটি ভারতীয় রেলের তরফে জারি করা হয়েছে। এখানে চ্যাটের মাধ্যমে আপনি খাবার অর্ডার করতে পারবেন। আগে ই-ক্যাটারিংয়ে কিংবা রেলের টিকিট কাটার সময় বা অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করতে পারবেন।
শুধুমাত্র খাবার অর্ডার নয়। যাত্রীরা চাইলে এই চ্যাটের মাধ্যমে খাবারের মান সম্পর্কিত তথ্যও দিতে পারবেন। বর্তমানে IRCTC ই-ক্যাটারিংয়ের মাধ্যমে প্রতিদিন ৫০ হাজার খাবার সরবরাহ করা হয়। এখন এই হোয়াটসঅ্যাপ চ্যাটে যাত্রীরা চাইলে পছন্দের রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার দিতে পারবেন। এই পরিষেবা পরে আরও বাড়ানো হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন, সপ্তাহের শুরুর দিনই বাতিল ২৯৬টি ট্রেন, তালিকায় আপনার ট্রেন নেই তো? দেখে নিন
আরও পড়ুন, বিমানবন্দরের মত হবে রেল স্টেশন! মিশ্র প্রতিক্রিয়া আমজনতার
এই পরিষেবায় যাত্রীরা বিপুল উপকৃত হবেন বলে আশা করছে রেল কর্তৃপক্ষ। এই পদ্ধতিতে খাবার অর্ডার দিতে যাত্রীদের রেলের তরফে জারি করা নম্বরটি সেভ করতে হবে। সেখানেই বিভিন্ন অপশন আসবে। প্রয়োজনীয় খাবার অর্ডার দিতে হবে। সঠিক সময়ে সংশ্লিষ্ট যাত্রীর কাছে খাবার পৌঁছে দেওয়া হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railway, Whatsapp