#নয়াদিল্লি: দেশের সব থেকে বড় কর্মসংস্থান আসে ভারতীয় রেলওয়ে থেকেই ৷ বহুদিন ধরে রেলে প্রচুর পদ শূন্য ৷ ভারতীয় রেলওয়ে পরিষেবাকে আরও উন্নত করতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল ৷ শীঘ্রই গোটা দেশ জুড়ে প্রায় ৬২ হাজারের বেশি গ্রুপ ডি কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ ৷ সেই মর্মে জারি বিজ্ঞপ্তি ৷ এর আগে কখনও একসঙ্গে এত বেশি সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ করা হয়নি ৷
গোটা দেশে বিভিন্ন পদে ৬২, ৯০৭ জন গ্রুপ ডি কর্মী নিয়োগ করবে রেল ৷ বিজ্ঞপ্তি অনুযায়ী গেটম্যন, পোর্টার, পয়েন্টম্যান, ট্র্যাক মেন্টেনার (গ্রেড-৪) ও হেল্পারের বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ করবে রেল ৷ রেলের ইলেকট্রিক্যাল, মেক্যানিক্যাল, ইঞ্জিনিয়ারিং সিগন্যাল ও টেলিকমিউনিকেশন বিভাগে হেল্পার নিয়োগের জন্য পরীক্ষা নেবে কলকাতা সহ রেলের ১৬টি রিক্রুটমেন্ট বোর্ড ৷
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা আই টি আই পাশ বা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রাপ্ত চাকরিপ্রার্থীরা এতে আবেদন করতে পারবেন ৷ তবে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকলে তা NCVT কর্তৃক স্বীকৃত হতে হবে ৷ আই টি আই ট্রেড সার্টিফিকেট SCVT অথবা NCVT কর্তৃক স্বীকৃত হতে হবে ৷
বয়স উক্ত পদগুলিতে আবেদনের জন্য ১ জুলাই ২০১৮ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩১ বছরের মধ্যে। সংরক্ষিত পদপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের নির্দিষ্ট ছাড় পাবেন।
বেতনক্রম- ১৮ হাজার টাকা
আবেদনের সময়সীমা- ১২ মার্চ ২০১৮
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন- www.rrbahmedabad.gov.in এই ওয়েবসাইটে ৷ এই ওয়েবসাইটেই অনলাইনে আবেদন করা যাবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Group D Recruitment, Indian Railway, Railway Recruitment 2018