হোম /খবর /দেশ /
চিন-ভারত সংঘর্ষে শহিদ, ছেলের পোশাক বুকে জড়িয়ে বাড়ি ফিরলেন মা

চিন-ভারত সংঘর্ষে শহিদ, ছেলের পোশাক বুকে জড়িয়ে বাড়ি ফিরলেন মা

ছেলে নেই ভাবতেই পারছেন না, বারবার কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছেন রাজেশ ওরাংয়ের মা

  • Share this:

#বীরভূম: চিন-ভারত সীমান্তে চিনা সেনাদের সঙ্গে সংঘর্ষে মৃত শহীদ রাজেশ ওরাং এর শেষকৃত্য সম্পন্ন হল শুক্রবার। সেনাবাহিনীর পক্ষ থেকে রাজেশের পরিবারের হাতে তুলে দেওয়া হল রাজেশের পরনে থাকা সেনা বাহিনীর পোশাক, কোমরের বেল্ট সহ অন্যান্য জিনিসপত্র। তার মায়ের হাতে সেনাবাহিনী ওই সমস্ত জিনিস তুলে দেওয়া হয়। ছেলে ফিরে এলো না ফিরে এল তার পোশাক৷ আর সেটাই কোলে করে ঐ সমস্ত জিনিস নিয়েই আত্মীয়দের কাঁধে ভর দিয়ে মা হাঁটা দিলেন বাড়ির দিকে।

তখন তার বারবার মনে পড়ছিল তার এই ছেলেটাই গত দুমাস আগে যখন এসেছিল তখন মাকে বলে গিয়েছিল মা পরের বার এসে বিয়ের জন্য মেয়ে দেখতে যাবো কিন্তু ছেলে পরের বার ফিরল ঠিকই কিন্তু অপরের কাঁধে চেপে, কফিনবন্দি হয়ে আর ছেলের পোশাক এল মায়ের হাতে, কিন্তু সুস্থ সবল  ছেলেকে জড়িয়ে ধরতে পারলেন না মা। তার বদলে ছেলের নিথর দেহ জড়িয়ে ধরে অনেকবার ঘুম থেকে ডেকে তোলার চেষ্টা করলেন কিন্তু কাজ হলোনা। বারেবারে জ্ঞান হারালেন বাবা, মা ও বোন। এখন রাজেশ কে দেখতে ইচ্ছা হলেই দেখতে হবে তার পরনের পোশাকগুলো ৷ এখন এটাই  রাজেশের  শূন্য ঘরে সংসারের নীরব সদস্য ৷

Supratim Das

Published by:Debalina Datta
First published:

Tags: India China, India China FaceOff, Indian Army