হোম /খবর /দেশ /
বাজারে এল করোনা গাড়ি ! রাস্তায় এবার দেখা যাবে এই গাড়ি ! দেখুন ভিডিও !

বাজারে এল করোনা গাড়ি ! রাস্তায় এবার দেখা যাবে এই গাড়ি ! দেখুন ভিডিও

photo source twitter

photo source twitter

হায়দ্রাবাদের কে সুধাকর বানিয়ে ফেললেন করোনা গাড়ি।

  • Last Updated :
  • Share this:

#হায়দ্রাবাদ: বিশ্বজুড়ে এখন একটাই আতঙ্ক ! করোনা ভাইরাস। করোনা থেকে নিজের দেশবাসীকে বাঁচাতে ভারত বেছে নিয়েছে লকডাউনের পথ। দেশে ২১ দিনের লকডাউন চলছে । সময়সীমা আরও বাড়ানো হতে পারে। সব কিছুই করা হচ্ছে দেশবাসীকে করোনা ভাইরাসের হাত থেকে দূরে রাখতে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে মানুষের মধ্যে সচেতনতার অভাব।

পুলিশ নানা রকমভাবে মানুষকে বোঝাবার চেষ্টা করছে। তাঁরা কখনও রাস্তায় নেমে গান গাইছেন, কখনও করোনা হেলমেট পরে মানুষকে বোঝাচ্ছেন। তবে এবার আস্ত একটা গাড়ি তৈরি হল। করোনা গাড়ি। হায়দ্রাবাদের কে সুধাকর বানিয়ে ফেললেন করোনা গাড়ি। একদম করোনা ভাইরাসের মতোই দেখতে এই গাড়ি। যা চলবে রাস্তায়। তবে যাত্রী বহন করতে নয়। মানুষকে সচেতন করতেই রাস্তায় বার করা হবে এই গাড়ি।

Published by:Piya Banerjee
First published:

Tags: Coronavirus, Coronavirus car, K Sudhakar