রাজস্থানের শ্রীগঙ্গানগরে পাক ড্রোন গুলি করে নামাল ভারতীয় সেনা

প্রতীকী চিত্র ।

প্রতীকী চিত্র ।

  • Last Updated :
  • Share this:

    #রাজস্থান: ফের পাক ড্রোন গুলি করে নামাল সেনা। রাজস্থানের শ্রীগঙ্গানগর সেক্টরের ঘটনা ।

    রাজস্থানের শ্রী গঙ্গানগর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে এই ড্রোনকে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা।

    এই নিয়ে এটি তৃতীয় পাক-ড্রোন যা ভারতীয় সেনা গুলি করে নামিয়েছে ।

    এর আগেও সোমবার রাজস্থানের বিকানের সেক্টরে পাক-ড্রোনকে গুলি করে নামিয়েছিল ভারতীয় সেনা। ২৬ ফেব্রুয়ারি গুজরাতের কচ জেলায় প্রথমবার পাক-ড্রোন গুলিবিদ্ধ হয় ।

     
    First published:

    Tags: India Pakistan Tensions, Rajasthan