corona virus btn
corona virus btn
Loading

গোলাগুলি চলছে, তার মধ্যেই দুই শিশুকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন জওয়ান

গোলাগুলি চলছে, তার মধ্যেই দুই শিশুকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন জওয়ান
Photo Courtesy: ANI
  • Share this:

#শ্রীনগর: সীমান্তে গুলিবৃষ্টি কোনও নতুন ঘটনা নয় ৷ দিনে যে কোনও সময়েই এমন ঘটনা এখন প্রায়শই ঘটে ৷ এর জন্য সব সময়ই প্রস্তুত থাকেন কাশ্মীরের মানুষ ৷ তবে সম্প্রতি কাশ্মীরের বালাকোট সেক্টরের সানদোট গ্রামে যা দৃশ্য দেখা গেল, তাতে ফের ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা মানুষের হৃদয় জিতে নিতে সফল ৷

মর্টার এবং গুলিবৃষ্টিতে আটকে পড়া দুই শিশুকে বাঁচাতে তাদের কোলে নিয়ে ছুটলেন এক সেনা ৷ যে ভিডিও প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল ৷  প্রচণ্ড গোলাগুলি চলতে শুরু করলে প্রত্যেকেই ছোটাছুটি শুরু করে দেন ৷ ছুটতে ছুটতে একসময় পিছিয়ে পড়েছিল দুটি শিশু। তৎক্ষণাৎই তাদের কোলে নিয়ে দৌড়তে থাকেন এক সেনা জওয়ান। দেখে নিন সেই ভিডিও ৷

First published: September 16, 2019, 10:50 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर