Home /News /national /
সাতসকালে হাইওয়েতে নামল ১৭টি যুদ্ধ বিমান!

সাতসকালে হাইওয়েতে নামল ১৭টি যুদ্ধ বিমান!

Indian Air Force's Mirage lands on the Agra-Lucknow Expressway. (TV grab)

Indian Air Force's Mirage lands on the Agra-Lucknow Expressway. (TV grab)

সাতসকালে হাইওয়েতে নামল ১৭টি যুদ্ধ বিমান!

 • Last Updated :
 • Share this:

   #লখনউ: একটি দুটি নয়, একেবারে ১৭টি ৷ হাইওয়েতে নামল একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমান। লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে চলল বায়ুসেনার মহড়া।

  মহড়ায় অংশ নিল ১৭টি যুদ্ধবিমান । বায়ুসেনার মহড়া উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত বন্ধ থাকবে এই এক্সপ্রেসওয়ে।

  Hercules aircraft Hercules aircraft

  উন্নাও জেলায় বঙ্গারমৌর কাছে আগ্রা এক্সপ্রেসওয়ের উপর প্রথমবারের জন্য নামছে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট-এ এন থার্টি টু। এই ধরণের এয়ারক্রাফট বিভিন্ন ধরণের বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ পৌঁছতে ব্যবহার করা হয়।

  সেই সঙ্গে মহড়ায় অংশ নিচ্ছে জাগুয়ার, মিরাজ, সুখোই-সহ ২০টি যুদ্ধ বিমান। এছাড়াও থাকছে বিশেষ বিমান 'সি ১৩০' । গরুড় কম্যান্ডোরা থাকেন এই বিশেষ বিমানে । মহড়ায় অংশ নিচ্ছেন গরুড় কমান্ডোরা। ​

  First published:

  Tags: Fighter Jets, Indian Air Force, Indian Air Force Fighter Jets, Lucknow-Agra Expressway