নয়াদিল্লি : ভারত বনাম পাকিস্তান পরিস্থিতি চরমে ৷ প্রাক যুদ্ধকালীন পরিস্থিতিতে পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও কনফারেন্সে করছেন নরেন্দ্র মোদি ৷ বিজেপি-র কর্মচারীদের উদ্দেশ্যে বৈঠকে ফের প্রধানমন্ত্রীর গলায় উঠে এল ভারত -পাক যুদ্ধকালীন পরিস্থিতি সম্পর্কে ৷ নিজের পার্টি কর্মীদের প্রতি বার্তা দেওয়ার পাশাপাশি দেশবাসীর উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি ৷
তিনি বলেছেন , ‘‘দেশের উন্নয়ন আটকানোর লক্ষ্যেই জঙ্গি হামলা ঘটানো হয় ৷ বর্তমান পরিস্থিতিতে প্রত্যেক ভারতীয়র সচেতন হওয়া উচিত একেবারে সেনার মতো ৷ ভারত এক হয়ে বাঁচবে, একসঙ্গে কাজ করবে, এক হয়ে বড় হবে, একসঙ্গে যুদ্ধ করবে একসঙ্গে জিতবে ৷ ’
আরও পড়ুন - যুদ্ধ নয়, আর কত রক্ত ঝরলে আমরা বুঝবো সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একই লড়াই লড়ছি - ওয়াসিম আক্রম
প্রধানমন্ত্রী সকলকে সতর্ক করে বলেছেন, ‘‘এমন কিছু হওয়া উচিত নয় যা আমাদের সেনাদের আত্মবিশ্বাস ও মনের জোরকে দুর্বল করে দেবে ৷ এতে আমাদের শত্রুরা সুযোগ পেয়ে যাবে আমাদের দিকে আঙুল তোলার ৷ ভারতের স্থিতাবস্থাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে শত্রুরা ৷ আমাদের প্রগতিকে আটকানোর লক্ষ্যেই এরা কাজ করছে ৷ প্রতিটা ভারতীয় দেওয়াল হয়ে , পাথর হয়ে এটা আটকানোর জন্য সবরকম চেষ্টা করবে ৷
আরও দেখুননিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India Vs pakistan, Narendra Modi, নরেন্দ্র মোদি, ভারত ও পাকিস্তান