corona virus btn
corona virus btn
Loading

Independence Day 2019: চিফ অফ ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষায় সবচেয়ে বড় ঘোষণা মোদির

Independence Day 2019: চিফ অফ ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষায় সবচেয়ে বড় ঘোষণা মোদির
স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Chief of Defence Staff: প্রধানমন্ত্রীর এই মেগা মিলিটারি রিফর্ম বা প্রতিরক্ষায় সংস্কার এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়৷

  • Share this:

#নয়াদিল্লি: দ্বিতীয় দফায় কুর্সিতে বসে স্বাধীনতা দিবসে প্রথম ভাষণে ভারতীয় সেনায বড়সড় সংস্কারের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বর্তমান পরিস্থিতিতে রণনীতিও সময়ের সঙ্গে অনেকটাই বদলেছে৷ এই পরিবর্তিত সময়ে চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) তৈরির কথা ঘোষণা করলেন মোদি৷ প্রধানমন্ত্রীর এই মেগা মিলিটারি রিফর্ম বা প্রতিরক্ষায় সংস্কার এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়৷

প্রধানমন্ত্রীর কথায়, 'সংস্কার দরকার সব সময়ই৷ প্রতিরক্ষাতেও সংস্কার নিয়ে দীর্ঘ দিন ধরে কাজ চলছে, একাধিক রিপোর্ট জমা পড়েছে৷ যুদ্ধের নীতি পরিবর্তন হচ্ছে, ভারত তো আর বুদবুদের মতো থাকবে না, আমাদারে বাহিনী ভারতের গর্ব৷ তিন বাহিনীর মধ্যে কো-অর্ডিনেশন বা সমন্বয় সাধনের জন্য, আমি লালকেল্লা থেকে একটি বড় সিদ্ধান্ত ঘোষণা করছি৷ খুব শীঘ্রই ভারত পাবে চিফ অফ ডিফেন্স স্টাফ৷'

তিন বাহিনীর তিন প্রধান তিন বাহিনীর তিন প্রধান

মোদি জানিয়েছেন, বায়ুসেনা, নৌসেনা ও স্থলসেনা-- তিন বাহিনীর নানা প্রশাসনিক কাজকর্মের সমন্বয় সাধন করবে এই চিফ অফ ডিফেন্স স্টাফ৷ সিডিএস পদের প্রথম ইঙ্গিত পাওয়া গিয়েছিল গত বছর দেরাদুনে সেনা অ্যাকাডেমিতে৷ তিন সেনা বাহিনীর প্রধানকে নিয়ে ওই কনফারেন্সের পৌরহিত্য করেছিলেন তত্‍কালীন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর ও প্রধানমন্ত্রী মোদি৷ সেখানে প্রস্তাবিত চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়ে আলোচনা হয়৷ তিন সেনা প্রধানের মধ্যে কাকে চিফ এফ ডিফেন্স স্টাফ করা হবে, তা এখনও জানা যায়নি৷ নৌবাহিনীর প্রধান এয়ার মার্শাল বিএস ধানোয়াই সবচেয়ে সিনিয়র৷ ৩১ ডিসেম্বর অবসর নেবেন সেনা প্রধান বিপীন রাওয়াত৷ এয়ার মার্শাল ধানোয়া তার তিন মাস আগেই অবসর নিচ্ছেন৷ সূত্রের খবর, চিফ অফ ডিফেন্স স্টাফ পদের দৌড়ে এগিয়ে এয়ার মার্শাল ধানোয়াই৷

First published: August 15, 2019, 5:37 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर