#নয়াদিল্লি: টানা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির জন্যে পাকিস্তানে কাতারাপুর সাহিব গুরুদ্বারার ক্ষতি হয়েছে। ভেঙেছে দুটি গম্বুজ। এবার সেই গুরুদ্বারা সারানোর জন্যে পারিস্তানকে উদ্যোগী হতে বলল ভারত।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতের তরফে জানানো হয়েছে পাকিস্তান ও ভারতে বসবাসকারী বিপুল সংখ্যক শিখ সম্প্রদায়ভুক্ত মানুষের ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেথে পাকিস্তানের অতি দ্রুত এই গম্বুজগুলি মেরামতের দায়িত্ব নেওয়া উচিত।
২০১৯ সালের নভেম্বরে ভারতীয় শিখ ধর্মাবলম্বীদের জন্যে কাতারাপুরের সাহিব গুরুদ্বারার দরজা খুলে দেওয়া হয়।সেখানেই শায়িত রয়েছে গুরুনানকদেবের সমাধি। মাত্র চারমাসেই সেই তীর্থস্থান দর্শন করতে ৪৪,৯৫১ ভারতীয় গিয়েছেন। ১৫ মার্চ থেকে করোনা লংর্পমণ রোধ সীমান্ত সিল করে দেওয়া হলে্ অনির্দিষ্টকালের জন্যে ভারতীয় শিখদের কাতারাপুর সাহিব গুরুদ্বারার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।