corona virus btn
corona virus btn
Loading

ভারতে করোনায় প্রথম মৃত্যু, মৃত করোনা আক্রান্ত ৭৬ বছর বয়সি বৃদ্ধ

ভারতে করোনায় প্রথম মৃত্যু, মৃত করোনা আক্রান্ত ৭৬ বছর বয়সি বৃদ্ধ

করোনা ভাইরাসের জেরে ভারতে প্রথম মৃত্যু ৷ মৃত কর্ণাটকের ৭৬ বছর বয়সি বৃদ্ধের৷ মৃত বৃদ্ধের বাড়ি কর্নাটকের গুলবর্গায় তেলঙ্গনার হাসপাতালে ভর্তি ছিলেন বৃদ্ধ ৷

  • Share this:

#কর্ণাটক: করোনা ভাইরাসের জেরে ভারতে প্রথম মৃত্যু ৷ মৃত কর্ণাটকের ৭৬ বছর বয়সি বৃদ্ধের৷ মৃত বৃদ্ধের বাড়ি কর্নাটকের গুলবর্গায় তেলঙ্গনার হাসপাতালে ভর্তি ছিলেন বৃদ্ধ ৷ ১০ দিন আগে সৌদি আরব থেকে ফেরেন৷

কর্ণাটকের স্বাস্থ্য দফতরের কমিশনার জানিয়েছেন, ‘কালবুর্গির বাসিন্দা ৭৬ বছরের বৃদ্ধ করোনাভাইরাস সংক্রমণের জেরেই মারা গিয়েছেন বলে নিশ্চিত হয়েছে।’

করোনা আক্রান্তের সংখ্যা আরও বেড়ে গেল ভারতে৷ বৃহস্পতিবার সকালেও ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৮৷ একলাফে তা হয়ে গেল ৭৩৷ করোনার রুখতে বহু দেশের ভিসায় নিয়ন্ত্রণ চালু করেছে কেন্দ্রীয় সরকার৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, করোনা রুখতে আরও বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র৷ এই পরিস্থিতিতে সকলের পাশে থাকা খুব দরকার৷ সব এয়ারপোর্টে স্ক্রিনিং চলছে৷ তিনি বলেন, 'দেশের সব জায়গা থেকে রক্তের নমুনা পাঠানো হয়েছে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলে৷ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রথমে জ্বর হচ্ছে না৷ কয়েক দিন পর থেকেই অসুস্থতা দেখা দিচ্ছে৷' তবে ভারতে করোনার জেরে এই প্রথম মৃত্যু ৷

First published: March 12, 2020, 11:56 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर