• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • মহাকাশে তৈরি হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন, জানাল ISRO

মহাকাশে তৈরি হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন, জানাল ISRO

স্পেস স্টেশন

স্পেস স্টেশন

ইসরো-র গগনায়ন মিশনে এই বিশাল প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ইসরো প্রধান৷ ইসরো-র এই প্রকল্প বাস্তবায়ন হলে, মহাকাশে আরও একটি স্পেস স্টেশন থাকবে ভারতেরও৷

 • Share this:

  #বেঙ্গালুরু: মহাকাশ গবেষণায় আরও একটি যুগান্তকারী পদক্ষেপ করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো৷ এ বার মহাকাশে ভারত তৈরি করতে চলেছে নিজস্ব স্পেস স্টেশন৷ বৃহস্পতিবার জানালেন ISRO-র প্রধান কে শিবন৷

  ইসরো-র গগনায়ন মিশনে এই বিশাল প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ইসরো প্রধান৷ ইসরো-র এই প্রকল্প বাস্তবায়ন হলে, মহাকাশে আরও একটি স্পেস স্টেশন থাকবে ভারতেরও৷

  শিবনের কথায়, 'আমাদের গগনায়ন প্রকল্প চালিয়ে যেতেই হবে৷ হিউম্যান স্পেস মিশনের পরেই তা হবে৷ নিজেদের একটি স্পেস স্টেশনের পরিকল্পনা করছে ভারত৷'

  আরও ভিডিও: 'স্পেস ওয়ারফেয়ার'-এ বড়সড় সাফল্য, অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের সফল পরীক্ষা

  First published: