#নয়াদিল্লি: এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯৭ হাজার ০০১। এদিকে ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯১ হাজার ৪০৯। তার মানে ভারত করোনা আক্রান্তের নিরিখে তালিকায় উঠে এল চার নম্বরে। সামনে শুধু রয়েছে আমেরিকা, ব্রাজিল ও রাশিয়া। সব মিলিয়ে ভারতের পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে।
এই পরিস্থিতিতে ভারতের মাথাব্যথা মহারাষ্ট্র-দিল্লিতে সংক্রমণের ঊর্ধ্বমুখী গতি। মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা তিন হাজারের অনেক বেশিই রইল। মহারাষ্ট্রে এখনও মোট আক্রান্তের সংখ্যা ৯৭ হাজারের ওপরে। এদিকে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা শেষ ২৪ ঘণ্টায় বেড়েছে ১৮৭৭। মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে।
এদিকে, রাজ্যে আবারও বাড়ল একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪৪০ জন । ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত ১০ । মৃতদের মধ্যে কলকাতার বাসিন্দা ৪ জন । ২৪ ঘণ্টায় হাওড়ায় মৃত ২ করোনা আক্রান্ত । উত্তর ২৪ পরগনায় মৃত ২ এবং দক্ষিণ ২৪ পরগনায় মৃত ২ । রাজ্যে করোনায় মৃত বেড়ে হল ৪৪২।
রাজ্যে মোট করোনা আক্রান্ত ৯,৭৬৮ জন । এঁদের মধ্যে ২৯৭ জনের দেহে করোনা ছাড়াও অন্য কো মর্বিডিটি ছিল বলে জানিয়েছে বুলেটিন। সুস্থ হয়েছেন ৩,৯৮৮ করোনা আক্রান্ত । ফলে রাজ্যে করোনায় সুস্থতার হার এখন ৪০.৮২ শতাংশ ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Covid ১৯, Indiacoroncount