#দোহা: আফগানিস্তানে নতুন করে ক্ষমতা দখলের পর তালিবানদের সঙ্গে প্রথমবার সরকারি ভাবে বৈঠক হল ভারতের৷ এ দিন দোহায় আফগানিস্তান সরকারের সম্ভাব্য বিদেশমন্ত্রী শের মহম্মদ আব্বাস স্টানিকজাইয়ের সঙ্গে বৈঠক করেন কাতারে ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তল৷ মূলত আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা এবং তাঁদের দ্রুত ভারতে ফেরানোর বিষয় নিয়েই দু' তরফে আলোচনা হয়েছে৷
দোহায় ভারতীয় দূতাবাসেই এই বৈঠক হয়েছে বলে খবর৷ তালিবানদের তরফে অনুরোধেই এই বৈঠক হয়েছে বলে সরকারি বিবৃতিতে দাবি করা হয়েছে৷
ভারতের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, 'আফগানিস্তানে আটকে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং তাঁদের দ্রুত ভারতে ফেরা নিয়েই আলোচনা হয়েছে৷ আফগান সংখ্যালঘু সহ সেদেশের যে নাগরিকরা ভারতে আশ্রয় পেতে চান, তাঁদের নিয়েও কথা হয়েছে৷' এর পাশাপাশি আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে যাতে ভারত বিরোধী কার্যকলাপ না হয়, সেই প্রসঙ্গও তোলেন দীপক মিত্তল৷ বিবৃতিতে দাবি করা হয়েছে, তালিবানদের প্রতিনিধি প্রতিটি বিষয় নিয়েই আশ্বস্ত করেছেন৷
ইতিমধ্যেই তালিবানদের অন্যতম শীর্ষ নেতা স্টানিকজাই দাবি করেছিলেন, তাঁরা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেই আগ্রহী৷ আফগানিস্তানের তালিবান শাসনে সেদেশের মাটিকে ভারত বিরোধী কার্যকলাপে ব্যবহার করতে দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন তালিবানদের ওই শীর্ষ নেতা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Afghanistan, India, Taliban