#নয়াদিল্লিঃ হিমালয়ের পার্বত্য অঞ্চলে একটি আঞ্চলিক আবহাওয়া দফতর স্থাপন করার পরিকল্পনা করছে ভারত। সোমবার এমনটাই জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দফতরের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র। তিনি বলেন, এই আঞ্চলিক দফতর শুধু ভারতবর্ষকেই নয়, আবহাওয়া সম্পর্কিত পরিষেবা দেবে প্রতিবেশী দেশগুলিতেও।
মহাপাত্র আরও জানান, এই হাওয়া অফিস খোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এছাড়াও এই সংক্রান্ত কথাবার্তা চলছে ওয়র্ল্ড মেটিওরোলজিক্যাল অরগ্যানাইজেশনের সঙ্গে। তিনি বলেন, হিমালয়ের অন্য প্রান্তে, চীনও এমনই একটি আঞ্চলিক আবহাওয়া অফিস খোলার পরিকল্পনা করছে।
পার্বত্য অঞ্চলে আবহাওয়া এবং জলবায়ু পরিষেবা সংক্রান্ত একটি ওয়েবিনারে তিনি বলেন, ভারতবর্ষের পূর্ব এবং পশ্চিম উপকূলে পূর্বঘাট, পশ্চিমঘাট এবং উত্তর-পূর্বে পার্বত্য অঞ্চল রয়েছে।