• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • রেজাল্ট পছন্দ হয়নি, পাশ করেও আত্মঘাতী দুই পড়ুয়া

রেজাল্ট পছন্দ হয়নি, পাশ করেও আত্মঘাতী দুই পড়ুয়া

Representational Image

Representational Image

পরীক্ষার ফল বেরনোর পর ৭০ শতাংশ মার্কস দেখেই মন ভেঙে যায় ।

 • Share this:

  #নয়াদিল্লি: ফল আশানুরূপ হয়নি । সিবিএসই দশমের রেজাল্ট দেখেই আত্মহত্যা দিল্লির দুই পড়ুয়ার ।

  দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী বিজ্ঞান নিয়ে পড়তে চেয়েছিল । পরীক্ষার ফল বেরনোর পর ৭০ শতাংশ মার্কস দেখেই মন ভেঙে যায় ।

  প্রতি বছরই সার্বিক মার্কস যেভাবে বাড়ছে তাতে কোনও ভাবেই এই নম্বরে বিজ্ঞান বিভাগে সুযোগ পাওয়া সম্ভব নয় বুঝে নিজের ঘরে ওড়না গলায় জড়িয়ে ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করে সে । কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি ।

  অন্যদিকে পশ্চিম দিল্লির দ্বারকার এম আর বিবেকানন্দ স্কুলের ছাত্র পেয়েছিল ৫৯ শতাংশ মার্কস । ফল মেনে নিতে পারেনি ১৭ বছরের ছেলেটি । কারকোলা এলাকায় নিজের বাড়িতে গলায় ওড়না দড়ি দেয় । হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা । সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ ।

  First published: