#নয়াদিল্লি: দিল্লিতে পাক হাইকমিশনের কর্মী সংখ্যা অর্ধেক কমাতে হবে৷ পাকিস্তানকে এমনই কড়া বার্তা দিল ভারত৷ এক সপ্তাহের মধ্যেই কর্মী সংখ্যা অর্ধেক করে ফেলতে হবে বলে পাক কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে ডেকে জানিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক৷ একই সঙ্গে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের কর্মী সংখ্যাও অর্ধেক করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার ৷
পাক দূতাবাসের কর্মীদের চরবৃত্তির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ সামনে আসা এবং জঙ্গি সংগঠনগুলির সঙ্গে তাদের যুক্ত থাকার প্রমাণ পাওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি৷
এর পাশাপাশি সম্প্রতি ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দুই কর্মীকে অপহরণ এবং তাঁদের উপরে পাক এজেন্সিগুলির নির্মম অত্যাচারের ঘটনাও এই সিদ্ধান্তের পিছনে অন্যতম কারণ বলে বিবৃতিতে জানিয়েছে বিদেশমন্ত্রক৷
বিদেশমন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে, 'পাকিস্তান এবং তাদের আধিকারিকদের আচরণ ভিয়েনা কনভেনশন এবং কূটনীতিক ও দূতাবাসের কর্মীদের সঙ্গে কী ব্যবহার করা হবে তা নিয়ে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তির পরিপন্থী৷ বরং তা সীমান্তের ওপার থেকে সন্ত্রাস এবং হিংসায় মদত দেওয়ার নীতিকেই প্রতিষ্ঠিত করে৷' সেই কারণেই ভারত দিল্লিতে পাকিস্তান দূতাবাসের কর্মী সংখ্যা পঞ্চাশ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে৷ একই অনুপাতে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের কর্মী সংখ্যাও সাত দিনের মধ্যে কমিয়ে ফেলা হবে বলে বিবৃতিতে জানিয়েছে বিদেশ মন্ত্রক৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pakistan, Pakistan High commission