#নয়াদিল্লি: ৩৫টি ইউটিউব (YouTube) চ্যানেল এবং দুটি ওয়েবসাইট ব্লক করে দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। কারণ এই ৩৫টি ইউটিউব চ্যানেল এবং দু'টি ওয়েবসাইট ভারত বিরোধী প্রচার চলছিল বলে অভিযোগ। এই সমস্ত ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের মাধ্যমে ভুয়ো খবর ছড়িয়ে ভারতের বিরুদ্বে বিদ্বেষ ছড়ানোর কাজ চলছিল বলে অভিযোগ।
এই ৩৫টি ইউটিউব চ্যানেল এবং দুটি ওয়েবসাইট ছাড়াও দু'টি ট্যুইটার (Twitter) অ্যাকাউন্ট, দু'টি ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্ট এবং একটি ফেসবুক (Facebook) অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এই সব অ্যাকাউন্টের বিরুদ্ধেও একই অভিযোগ ছিল।
আরও পড়ুন: জাতীয় পতাকা জামায়, মাস্কে! অবমাননার অভিযোগে 'বয়কট অ্যামাজন' ট্রেন্ডিং ট্যুইটারে
যে ৩৫টি ইউটিউব চ্যানেলকে ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলির সবকটিই অপারেট করা হত পাকিস্তান থেকে। এই সমস্ত চ্যানেলের দ্বারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেভারত-বিরোধী ভুয়ো খবর ছড়ানো হত। বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে ভুয়ো খবর ছড়িয়ে ভারত বিরোধী কার্যকলাপ বাড়ানোই ছিল এই চ্যানেলগুলির উদ্দেশ্য।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র (Apurva Chandra) শুক্রবার একটি প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে, আইটি অ্যাক্টের সেকশন ৬৯এ অনুযায়ী এই ইউটিউব চ্যানেলগুলি ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে এই চ্যানেলগুলি ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ ভারতের পক্ষে এগুলি খুবই ক্ষতিকারক।
আরও পড়ুন: সরকারের উন্নয়নমূলক ভিডিও শেয়ার করলেই মিলবে মুখ্য়মন্ত্রীর সঙ্গে নৈশভোজের সুযোগ, কেজরিওয়ালের 'ডিজিটাল' প্রস্তাব
এই ৩৫টি ইউটিউব চ্যানেলের মোট সাবস্ক্রাইবার সংখ্যা ১.২০ কোটির বেশি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে এই ৩৫টি ইউটিউব চ্যানেলের ভিডিও-র ভিউ প্রায় ১৩০ কোটির বেশি। ফলে এই চ্যানেলগুলি যথেষ্ট প্রভাবশালী ছিল৷
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র জানিয়েছেন যে, কোনও ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভারত বিরোধী প্রচার এবং কার্যকলাপ চালানোর চেষ্টা করলে তাকে ভারত সরকারের তরফে নোটিশ পাঠানো হবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) জানিয়েছেন যে, ভারত বিরোধী কোনও কার্যকলাপ সোশ্যাল মিডিয়ায় চালাতে দেওয়া হবে না
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।