#শ্রীনগর: ২৪ ঘন্টার মধ্যে বাঙালি জওয়ানের মৃত্যুর বদলা নিল বিএসএফ। নিয়ন্ত্রণ রেখার কাছে দুটি পাকিস্তানি পোস্ট উড়িয়ে দিয়েছে তারা। বিএসএফের দাবি, এই হামলায় কমপক্ষে দশ পাক রেঞ্জার্স নিহত হয়েছে। হামলার সময় পাক গুলির উপযুক্ত জবাবও দেওয়া হয়েছে।
বুধবার জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় বিকেল চারটে নাগাদ সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক সেনা। হামলার জেরে গুরুতর আহত হন বাহান্ন বছরের বিএসএফের বাঙালি হেড কনস্টেবল রাধাপদ হাজরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। এদিনই তাঁর জন্মদিন ছিল। এই ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যে পাক সেনাকে মুখের মতো জবাব দিল বিএসএফ। আর এস পুরায় নিয়ন্ত্রণরেখার কাছেই পাকিস্তানি পোস্টে হামলা চালায় বিএসএফের ১৭৩ ও ৯৭ ব্যাটালিয়নের জওয়ানরা। সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে দুটি পাক পোস্ট গুঁড়িয়ে দেন জওয়ানরা। এক একটি পোস্টে অন্তত চার থেকে পাঁচজন করে পাক সেনা জওয়ান ছিলেন। তারা সকলেই মারা গিয়েছে।
ঘন কুয়াশার সুযোগ নিয়ে বুধওয়ারের আরানিয়া সাব সেক্টরে অনুপ্রবেশের চেষ্টাও এদিন বানচাল করে দিয়েছে বিএসএফ। সকাল সাতটা নাগাদ অনুপ্রবেশকারীকে গুলি করে মেরেছেন জওয়ানরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BSF Jawan, Cross-Border Firing, India, India Avenges BSF Jawan's Death, Jawan killed, Pakistan