#পারি:ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) দ্বিতীয় একদিনের (2nd ODI) ম্যাচে টসে কাঙ্খিত জয় পেয়েছে ভারত৷ প্রথম একদিনের ম্যাচে টস (Toss) ও ম্যাচ দুটিই হারতে হয়েছে দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক কেএল রাহুলকে (KL Rahul)৷ মহা গুরুত্বপূর্ণ এই দ্বিতীয় একদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কেএল রাহুল (KL Rahul)৷ দুই দলেরই লক্ষ্য এই ম্যাচ জেতা৷ ভারত যদি এই ম্যাচ জেতে তাহলে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) সিরিজে টিকে থাকবে ভারত আর যদি দক্ষিণ আফ্রিকা এই ম্যাচ জিতে গেলে সিরিজ জিতে যাবে তারা৷
দেখে নিন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় একদিনের প্লেয়িং ইলেভেন (Playing 11)2ND ODI. India XI: S Dhawan, K L Rahul (c), V Kohli, S Iyer, R Pant (wk), V Iyer, R Ashwin, S Thakur, B Kumar, J Bumrah, Y Chahal https://t.co/cHNYBVneZ8 #SAvIND
— BCCI (@BCCI) January 21, 2022
2ND ODI. South Africa XI: Q de Kock (wk), J Malan, A Markram, R van der Dussen, T Bavuma (c), D Miller, A Phehlukwayo, K Maharaj, T Shamsi, S Magala, L Ngidi https://t.co/cHNYBVneZ8 #SAvIND
— BCCI (@BCCI) January 21, 2022
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA Weather Update ) শুক্রবার এখানের ওয়েদার আপডেট (Weather Update )) অনুযায়ি তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে৷ বৃষ্টির সম্ভবনা প্রায় নেই বললেই চলে, আবহাওয়ার পূর্বাভাস হিসেবে (Weather Update) ১৩ শতাংশ বৃষ্টির সম্ভবনা রয়েছে৷
লক্ষ্য তাড়া করা দলের রেকর্ড: এই মাঠে লক্ষ্য তাড়া করে নামা দলের রেকর্ড একেবারেই ভাল নয়৷ এই উইকেটে তাদের জয়ের শতাংশ মাত্র ৪০ শতাংশ৷
আরও পড়ুন - MS Dhoni-র এক্স গার্লফ্রেন্ড Raai Laxmi- খোলামেলা ছবিতে রূপের তুফান, দেখুন ভাইরাল ফটো
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পিচ রিপোর্ট (IND vs SA Pitch Report) বোল্যান্ড পার্ক উইকেট ব্যাটসম্যান সহায়ক৷ প্রথমে যাঁরা ব্যাট করবেন তাঁদের অ্যাডভানটেজ থাকবে৷ এরপপর সুইং বোলাররা সুবিধা পাবেন৷ মাঝের ওভার থেকে ফায়দা তুলতে পারেন স্পিনাররা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।