হোম /খবর /দেশ /
মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স হোক ২১, সুপারিশ মোদি সরকারের বিশেষ কমিটির

মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স হোক ২১, সুপারিশ মোদি সরকারের বিশেষ কমিটির

মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ২১ করার সুপারিশ মোদি সরকারের বিশেষ কমিটির

মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ২১ করার সুপারিশ মোদি সরকারের বিশেষ কমিটির

ভারতে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স পুনর্বিবেচনা করতে কেন্দ্রীয় সরকার গতবছর একটি টাস্ট ফোর্স গঠন করেছিল৷ বিশেষ এই কমিটি সুপারিশ করেছে মেয়েদের উপযুক্ত বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ভারতে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স পুনর্বিবেচনা করতে কেন্দ্রীয় সরকার গতবছর একটি টাস্ট ফোর্স গঠন করেছিল৷ বিশেষ এই কমিটি সুপারিশ করেছে মেয়েদের উপযুক্ত বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা হোক৷ রিপোর্ট দ্য প্রিন্ট-এর৷

গতবছর লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে মোদি ইঙ্গিত দিয়েছিলেন যে, বদল করা হতে পারে আইন অনুযায়ী মেয়েদের ন্যূনতম বয়স৷ তারপরেই এই বিষয় সিদ্ধান্ত কার্যকরার জন্য একটি কমিটি গঠন করা হয়৷ সরকারি বিশেষ সূত্রের খবর অনুযায়ী প্যানেলের নেতৃত্বে রয়েছেন প্রাক্তন সমতা পার্টির প্রধান জয়া জেটলি ও এনআইটিআই আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভিকে পাল৷ গত মাসেই তাঁরা মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার সুপারিশ করেছে৷ এই মর্মে তারা রিপোর্ট জমা দিয়েছে প্রধানমন্ত্রীর দফতর এবং নারী ও শিশুকল্যাণ মন্ত্রকে৷

এক সিনিয়র সরকারি আধিকারিক এই প্রসঙ্গে বলেছেন, "এর থেকে বোঝাই যাচ্ছে যে, এরকম একটা আইন কার্যকর করার ক্ষেত্রে যে, গ্রাউন্ডওয়ার্ক করতে হয় তার জন্য রাজ্যগুলি পর্যাপ্ত সময় পাচ্ছে৷ কারণ রাতারাতি এটা সম্ভব নয়৷" মোদী গতবছর স্বাধীনতা দিবসের ভাষণে বলেছিলেন, "আমরা যে কমিটি গঠন করেছি তারা এটা নিশ্চিত করবে যে, কোনও মেয়ে যেন আর অপুষ্ঠিতে না ভোগে৷ মেয়েদের বিয়ের উপযুক্ত বয়স ঠিক করবে৷ রিপোর্ট আসার পরেই মেয়েদের বিয়ের ন্যূনতম বয়সের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব৷"

গতবছর জুনে সরকার যে, টাস্ট ফোর্স গঠন করেছিল সেখানে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব, নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সচিব, উচ্চ শিক্ষা, স্কুল শিক্ষা, সাক্ষরতা, আইন বিষয়ক মন্ত্রীরা রয়েছেন৷ এছাড়াও আছেন জামিয়া মিলিয়া ইসলামিয়ার উপাচার্য ও মুম্বইয়ের এসএনডিটি উইমেন'স ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য বসুধা কামাঠ, গুজরাতের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার দীপ্তি শাহ৷ কমিটি আরও জানিয়েছে যে, মেয়েদের প্রথম সন্তান ধারণের ন্যূনতম বয়স হবে ২১৷ আধিকারিক বলেছেন, "টাস্কফোর্স জানিয়েছে যে, যৌনতার বিষয়ে বিচারমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণের পরিবর্তে যৌন পরামর্শ এবং যৌন শিক্ষার দিকে মনোনিবেশ করা উচিত৷"

Published by:Subhapam Saha
First published: