#নয়াদিল্লি: ভারতে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স পুনর্বিবেচনা করতে কেন্দ্রীয় সরকার গতবছর একটি টাস্ট ফোর্স গঠন করেছিল৷ বিশেষ এই কমিটি সুপারিশ করেছে মেয়েদের উপযুক্ত বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা হোক৷ রিপোর্ট দ্য প্রিন্ট-এর৷
গতবছর লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে মোদি ইঙ্গিত দিয়েছিলেন যে, বদল করা হতে পারে আইন অনুযায়ী মেয়েদের ন্যূনতম বয়স৷ তারপরেই এই বিষয় সিদ্ধান্ত কার্যকরার জন্য একটি কমিটি গঠন করা হয়৷ সরকারি বিশেষ সূত্রের খবর অনুযায়ী প্যানেলের নেতৃত্বে রয়েছেন প্রাক্তন সমতা পার্টির প্রধান জয়া জেটলি ও এনআইটিআই আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভিকে পাল৷ গত মাসেই তাঁরা মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার সুপারিশ করেছে৷ এই মর্মে তারা রিপোর্ট জমা দিয়েছে প্রধানমন্ত্রীর দফতর এবং নারী ও শিশুকল্যাণ মন্ত্রকে৷
এক সিনিয়র সরকারি আধিকারিক এই প্রসঙ্গে বলেছেন, "এর থেকে বোঝাই যাচ্ছে যে, এরকম একটা আইন কার্যকর করার ক্ষেত্রে যে, গ্রাউন্ডওয়ার্ক করতে হয় তার জন্য রাজ্যগুলি পর্যাপ্ত সময় পাচ্ছে৷ কারণ রাতারাতি এটা সম্ভব নয়৷" মোদী গতবছর স্বাধীনতা দিবসের ভাষণে বলেছিলেন, "আমরা যে কমিটি গঠন করেছি তারা এটা নিশ্চিত করবে যে, কোনও মেয়ে যেন আর অপুষ্ঠিতে না ভোগে৷ মেয়েদের বিয়ের উপযুক্ত বয়স ঠিক করবে৷ রিপোর্ট আসার পরেই মেয়েদের বিয়ের ন্যূনতম বয়সের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব৷"
গতবছর জুনে সরকার যে, টাস্ট ফোর্স গঠন করেছিল সেখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব, নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সচিব, উচ্চ শিক্ষা, স্কুল শিক্ষা, সাক্ষরতা, আইন বিষয়ক মন্ত্রীরা রয়েছেন৷ এছাড়াও আছেন জামিয়া মিলিয়া ইসলামিয়ার উপাচার্য ও মুম্বইয়ের এসএনডিটি উইমেন'স ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য বসুধা কামাঠ, গুজরাতের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার দীপ্তি শাহ৷ কমিটি আরও জানিয়েছে যে, মেয়েদের প্রথম সন্তান ধারণের ন্যূনতম বয়স হবে ২১৷ আধিকারিক বলেছেন, "টাস্কফোর্স জানিয়েছে যে, যৌনতার বিষয়ে বিচারমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণের পরিবর্তে যৌন পরামর্শ এবং যৌন শিক্ষার দিকে মনোনিবেশ করা উচিত৷"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।