#উত্তরপ্রদেশ: বেশ কিছুদিন ধরে উত্তরপ্রদেশে নজিরবিহীন ভাবে চলছে বাবা সাহেব বিআর আম্বেদকরের মূর্তি ভাঙার ঘটনা । প্রকাশ্যে এসেছে একাধিক অন্যায়ের ঘটনা পুলিশ শুধুমাত্র রিপোর্ট জমা নিয়েছে । তবে এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ ।
আরও পড়ুন : ধর্ষণের দায়ে বৃন্দাবনের তান্ত্রিকের ২৫ বছরের জেল ২৫ হাজার টাকা জরিমানা
জানা গেছে ফিরোজাবাদের সিরসাগঞ্জে কিছু অজ্ঞাত পরিচয় আম্বেদকরের মূর্তি ক্ষতিগ্রস্থ করেছে, খবর পেয়েই স্থানীয় প্রশাসন অম্বেদকরের নতুন মূর্তি প্রতিষ্ঠা করেছে । ঘটনার জেরে এলাকা থমথমে ।
এর আগে ২ এপ্রিল ভারত বন্ধের দিন বেশ কয়েক জায়গায় অরাজকতা সৃষ্টি হয় তারা আম্বেদকরের মূর্তি ভাঙে, স্থানীয় বাসিন্দারা পুলিশের ওপর মূর্তি ভাঙার অভিযোগ এনে জাহাঙ্গীরবাদ রাস্তা অবরোধ করে ।
পড়তে থাকুন : অম্বালা-দিল্লি রেলপথ অবরুদ্ধ করলেন একদল মহিলা বিক্ষোভকারী
এর আগে ৮ মার্চ মেরঠের খুর্দ গ্রামেও একই ঘটনা ঘটে । এই নিয়ে এলাকায় লাগাতার বেশ কয়েকটি ঘটনা ঘটে । কিন্তু পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি । মেরঠের আজমগড়ের রাজপট্টি গ্রামে অম্বেদকরের মূর্তি ভাঙার ঘটনা সামনে আসে । ১৬ মার্চও বেশ কিছু জায়গায় বাবা সাঙেবের মূর্তি ভেঙে চাঞ্চল্যের সৃষ্টি করার চেষ্টা হয় ।
১৯ মার্চ এলাহাবাদের ত্রিবেণীপুরমেও আম্বদকরের মূর্তি ভাঙার ঘটনা সামনে আসে । ৩১ মার্চেও বাবা সাহেবের মূর্তি ভাঙার ঘটনা সামনে আসে সহ এলাকায় বিশৃঙ্খলার ঘটনা সামনে আসে । সব মিলিয়ে চলছে এক অস্বস্তিকর পরিস্থিতি ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।