• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • উত্তাল তিহাড় জেল ! জোর করে কয়েদির পিঠে আল্লাহ লেখার মত গুরুতর অভিযোগ

উত্তাল তিহাড় জেল ! জোর করে কয়েদির পিঠে আল্লাহ লেখার মত গুরুতর অভিযোগ

ফাইল ছবি ৷

ফাইল ছবি ৷

প্রশাসনের পক্ষ থেকে অবশ্য অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে

 • Share this:

  #মুম্বই: ফের একবরা খবরের শিরোনামে তিহাড় জেল ৷ তবে এইবার চর্চয় লাগাতার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ সম্প্রতি এক কয়েদি অভিযোগ করেছেন যে জোর করে তাঁর পীঠে আল্লাহ লিখে দেওয়া হয়েছে ৷ এই জেলের তিন নম্বর সেলে বন্দি ছিল সংসদ হামলার মূলচক্রী আফজল গুরু ৷

  তবে এই অভিযোগ জেলা প্রশাসনের এই অভিযোগ খারিজ করে দিয়েছে ৷ এর আগেও তিহাড় জেলের এক কয়েদির পিঠে জোর করে লিখে দেওয়া হয়েছিল ওম ৷ গত এপ্রিল মাসে এই অভিযোগ করেছিল এক কয়েদি ৷ জেল কর্তৃপক্ষ তদন্ত করে জানিয়েছে আগে থেকেই তাঁর পিঠে ওম লেখা ছিল ৷

  জেল কর্তৃপক্ষ এই অভিযোগ কারিজ করে দিয়েছে ৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার বিষয়টিও সামনে এসেছে ৷ পুলিশের অভিযোগ অভিযুক্ত কয়েদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে ৷ তাই সেই কয়েদিকে নিরাপত্তা সেলে পাঠানো হয়েছে ৷

  First published: