• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ৭১ তম প্রজাতন্ত্র দিবসে প্রথমবার ওয়ার মেমোরিয়ালে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর

৭১ তম প্রজাতন্ত্র দিবসে প্রথমবার ওয়ার মেমোরিয়ালে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর

প্রতিবার ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি থেকে শ্রদ্ধাজ্ঞাপনের রীতি থাকলেও এবছর তা বদলে নয়া পথে হাঁটলেন প্রধানমন্ত্রী মোদি ৷

প্রতিবার ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি থেকে শ্রদ্ধাজ্ঞাপনের রীতি থাকলেও এবছর তা বদলে নয়া পথে হাঁটলেন প্রধানমন্ত্রী মোদি ৷

প্রতিবার ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি থেকে শ্রদ্ধাজ্ঞাপনের রীতি থাকলেও এবছর তা বদলে নয়া পথে হাঁটলেন প্রধানমন্ত্রী মোদি ৷

 • Share this:

  #নয়াদিল্লি: ইন্ডিয়ান গেটে অমর জওয়ান জ্যোতির বদলে এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন ৷ প্রতিবার ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি থেকে শ্রদ্ধাজ্ঞাপনের রীতি থাকলেও এবছর তা বদলে নয়া পথে হাঁটলেন প্রধানমন্ত্রী মোদি ৷

  ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেডের জন্য রাজপথে পৌঁছনোর আগে নতুন তৈরি হওয়া এই জাতীয় যুদ্ধ স্মারকে জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন করেন নমো ৷ সেখানে তাঁকে স্বাগত জানান, চিফ অফ ডিফেন্স স্টাফ ও তিন আধিকারিক ৷  ২০১৯-এর ২৫ ফেব্রুয়ারি, নরেন্দ্র মোদি এই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের উদ্বোধন করেন৷ দেশের জন্য যেসব জওয়ান শহিদ হয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতেই এই ওয়ার মেমোরিয়ালের সূচনা হয়৷ প্রায় ৪০ একর জায়গার উপর তৈরি এই ওয়ার মেমোরিয়াল ৷ মাঝে রয়েছে ১৫.৫ মিটার লম্বা একটি স্মারকস্তম্ভ ৷ সেখানে অমর জওয়ান জ্যোতির মতোই রয়েছে অবিরাম জ্বলতে থাকা একটি মশাল ৷ যেখানে ব্রোঞ্জের উপর এযাবৎ ভারতের লড়া সেরা ৬টি যুদ্ধের ছবি খোদাই করা রয়েছে সেটিকে ঘিরে রয়েছে চারটি বৃত্ত, নাম অমর চক্র, বীরতা চক্র, ত্যাগ চক্র এবং রক্ষক চক্র ৷ গ্রানাইটের ফলকের উপর এপর্যন্ত শহীদ হওয়া ২৫,৯৮২ জওয়ানের নাম সোনার অক্ষরে লেখা রয়েছে ৷ ১৯৪৭, ১৯৬৫ ও ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধ, ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধ, ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের জওয়ানদের সহ এযাবৎ ভারতীয় সেনা, নৌবাহিনী ও বায়ুসেনার লড়া মোট ৬টি যুদ্ধকে উত্‍‌সর্গ করা হয়েছে এই মেমোরিলাল। এছাড়া ব্রিটিশ রাজের সময়ই প্রথম বিশ্বযুদ্ধের সময় এবং ১৯১৯ সালে হওয়া তৃতীয় অ্যাংলো-আফগান যুদ্ধে শহীদ জওয়ানদের সম্মানে অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল আর্চ হিসেবে ৪২ মিটার উঁচু ইন্ডিয়া গেট তৈরি করা হয় ৷ শহিদের প্রতি সম্মানে অমর জওয়ান জ্যোতিতে সারা বছরই অনির্বাণ শিখা জ্বলে ৷ ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে এই স্মারক স্তম্ভ ১৯৭২ সালে তৈরি হয় ৷ গত বছর ২৫ ফেব্রুয়ারি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালেও অনির্বাণ শিখা জ্বালানো হয় ৷

  ২৬ জানুয়ারি উপলক্ষে প্রতিবারের মতো দিল্লির রাজপথে এবারও হয় প্যারেড অনুষ্ঠান৷ মোট ২২ টি ট্যাবলোয় সজ্জিত প্যারেড অনুষ্ঠান চলে প্রায় ৯০ মিনিট৷ , প্যারেডে সেনা, নৌবাহিনী, বায়ুসেনা ও প্যারামিলিটারি ফোর্স অংশ নিল ৷ চার বছর পর এই প্যারেডে অংশ নিচ্ছে স্পেশাল ফোর্সও ৷ এবার প্রজাতন্ত্র দিবসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো৷

  Published by:Elina Datta
  First published: