corona virus btn
corona virus btn
Loading

সরকারি কাজে গিয়ে উদ্দাম নাচ বিধায়কের, অল্প বয়সী অনিচ্ছুক মেয়েকে বারেবারে আলিঙ্গনের প্রচেষ্টা

সরকারি কাজে গিয়ে উদ্দাম নাচ বিধায়কের, অল্প বয়সী অনিচ্ছুক মেয়েকে বারেবারে আলিঙ্গনের প্রচেষ্টা

সেই সময়ে সেই ঘরে আরও চারজনও ছিলেন

  • Share this:

#ইম্ফল: বিহারের এমন এক ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে যার ফলে ছড়িয়েছে চাঞ্চল্য ৷ বর্তমানে মণিপুরে আছেন আরজেডির এক বিধায়ক ভারত-মায়ানমার সীমার কাছে একটি মেয়ের সঙ্গে উদ্দাম নাচে ব্যস্ত ৷ ভিডিওতে দেখা যাচ্ছে মেয়েটির কাঁধে হাত রাখার চেষ্টা করেছিলেন তিনি তবে বারেবারে মেয়েটি কাঁধ থেকে হাত সরিয়ে দিচ্ছিলেন ৷

manipurছবি সৌজন্যে ইম্ফল টাইমস ৷

সেই সময়ে সেই ঘরে আরও চারজনও ছিলেন ৷ যাঁরা মেয়েটিকে বারেবারে আলিঙ্গন করতে চাইছিলেন ৷ ইম্ফল টাইমসের একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে খবরটি ৷ মেয়েটির বয়স অনেকটাই কম বলে জানা গিয়েছে ৷ তবে নাবালিকা কীনা ? তা স্পষ্ট নয় ৷

আরজেডির বিধায়ক যদুবংশ কুমার তিন অন্য বিধায়কের সঙ্গে পয়লা জুন বিহার বিধানসভার অন্তর্গত সংসাধন ও কেন্দ্রীয় সহায়তায় সমিতিগুলির কাজ দেখতে গিয়েছিলেন ৷

পিপরা (সুপোল) বিধানসভার বিধায়ক ও সমিতির অধ্যক্ষ যাদব বিধায়ক দলের নেতৃত্বে ছিলেন ৷ তাঁদের সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক প্রসাদ সিং, জনতাদল ইউনাইটেডের বিধায়ক রাজকুমার রায়-সহ অন্যরা ছিলেন ৷

First published: June 11, 2019, 12:48 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर