#নয়াদিল্লি: এবার তো একটু ভয় পান, মেনে চলুন লকডাউনের বিধিনিষেধ, মেনে চলুন স্বাস্থ্যবিধি৷ যে পরিসংখ্যানে সারা বিশ্বে যত দ্রুত বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ তা দেখলে শিউড়ে উঠতে হয় ৷
ডিসেম্বরের ৩১ অবধি হিসেবে যখন প্রথম ক্লাস্টার পাওয়া গিয়েছিল তখন করোনা ভাইরাসে আক্রান্ত ছিল ৪৫ টি কেস ছিল ৷ মার্চের শুরুর সপ্তাহে অর্থাৎ প্রথম কেস আসার ৬৬দিনের মাথায় সারা পৃথিবীতে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১ লক্ষ ৷ এরপরের ২৭ দিনে এক ধাক্কায় ১০ লক্ষ হয় আক্রান্তের সংখ্যা ৷ আর এই দশ লক্ষ থেকে পনেরো লক্ষ হতে সময় নিয়েছে মাত্র ৬ দিনে ৷
Here is how coronavirus cases spiked globally.#CoronavirusOutbreak
Latest Updates: https://t.co/9cYJRAMhtX pic.twitter.com/L7iyNlWqBb — CNNNews18 (@CNNnews18) April 9, 2020
সারা বিশ্বের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসন এই লড়াই লড়ছে ৷ তবে এই মারণ রোগ যেভাবে ছড়িয়ে পড়ছে তা আটকাতে একমাত্র পথ লকডাউন ৷ভারতে এই পর্যন্ত ১.৩০.০০০ স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৫৭৩৪ স্যাম্পেল পজিটিভ হয়েছে ৷ শেষ এক-দেড় মাসে পজিটিভ কেসের রেঞ্জ ৩-৫ শতাংশ ৷ বুধবার ভারতে মোট ১৩,১৪৩ স্যাম্পেল পরীক্ষা করে দেখা হয়েছে এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ৷
তাই লকডাউন না মানলে আক্রান্তের তালিকায় কিছুতেই আটকানো যাবে না ৷ তাই এই মারণ পরিসংখ্যান দেখে ভয় পান, সাবধান হন আর বাড়ি থেকে বেরোন বন্ধ করে দিন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Coronavirus, করোনা ভাইরাস