হোম /খবর /দেশ /
সিপিএম শাসিত কেরলেও এবার দিদিকে চাই! তৈরি রাজ্য কমিটি, দেওয়াল জুড়ে মমতা...

Mamata Banerjee| Kerala| সিপিএম শাসিত কেরলেও এবার দিদিকে চাই! তৈরি রাজ্য কমিটি, দেওয়াল জুড়ে মমতা...

এবার কেরলেও মমতাকে নিয়ে ফ্লেক্স। পথচলা শুরু দলের।

এবার কেরলেও মমতাকে নিয়ে ফ্লেক্স। পথচলা শুরু দলের।

Mamata Banerjee| Kerala| মঙ্গলবার এর্নাকুলামে দলের সাংগঠনিক বৈঠক হয়। সেই বৈঠকেই ৫১ জনের কমিটির গড়া হয়েছে।

  • Last Updated :
  • Share this:

#এর্নাকুলাম: কেরলেও এবার দিদিকে চাই। হ্যাঁ, বামশাসিত রাজ্যেও এবার আসতে আসতে দানা বাঁধছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এর্নাকুলামে দলের সাংগঠনিক বৈঠক হয়। সেই বৈঠকেই ৫১ জনের কমিটির গড়া হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বামফ্রন্ট শাসিত রাজ্যে মমতার সরকারের জনমুখী কাজের প্রচার করবে তৃণমূল। তুলে ধরা হবে বাংলায় সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্টের বিরুদ্ধে তাঁর লড়াইয়ের তিন দশকের কথাও।

গত মঙ্গলবার কেরলের এর্নাকুলামের জিপি পার্ক হোটেলে কেরল তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রাজ্যের তৃণমূলের উপস্থিতি পাকা করতে ৫১ সদস্যের কমিটি এবং ৯ সদস্যের ওয়ার্কিং কমিটি তৈরি করা হয়। দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন মনোজ শংকরনেল্লোর। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামসু পাইনিঙ্গল। সাধারণ সভাপতি সুভাষকাদান্নোর। দলের কেন্দ্রীয় কমিটির কাছে মোট ৫১ জনের তালিকা জমা দেওয়া হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য।

ত্রিপুরা উত্তরপ্রদেশের পর এবার কেরালাতেও, নতুন উদ্যমে পথচলা শুরু তৃণমূলের। ত্রিপুরা উত্তরপ্রদেশের পর এবার কেরালাতেও, নতুন উদ্যমে পথচলা শুরু তৃণমূলের।

২০১৪ সালের লোকসভা ভোটে কেরলে পাঁচটি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। কিন্তু ইতিমধ্যেই সেখানে ৫১ জনের কমিটি গড়ে জেলা ও ব্লকস্তরের সংগঠন তৈরির পক্ষপাতী তাঁরা। এর্নাকুলামে অনুষ্ঠানে তৃণমূলের পতাকা হাতে নিয়ে যোগদান করেন বহু রাজনৈতিক কর্মী।স্লোগানের সঙ্গে কেরল তৃণমূলের রাজ্য সভাপতি মনোজ শঙ্করেন্নালুর প্রতিটি হোর্ডিংয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং সঙ্গে নিজের মোবাইল নম্বর দিয়েছেন।

২ মে বঙ্গ ভোটে বিপুল আসনে জয়লাভ করার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন তৃণমূলের লক্ষ্য এবার সাম্রাজ্যবিস্তার। ইতিমধ্যেই ত্রিপুরা এবং উত্তরপ্রদেশে তৃণমূলের উপস্থিতি টের পাওয়া গিয়েছে। এমনকি তামিলনাড়ুতে আম্মা তথা জয়ললিতার বিকল্প হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাবনা দেখা গিয়েছে দেওয়ালে দেওয়ালে। এবার বাম রাজ্য কেরলে ও তৃণমূল স্তর থেকে দলকে সম্প্রসারিত করার কাজ শুরু করে দিল ঘাসফুল শিবির। অর্থাৎ আঞ্চলিক দলের তকমা ঝেড়ে ফেলে ক্রমেই কলেবরে বড় হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস।

Published by:Arka Deb
First published:

Tags: Kerala, Mamata Banerjee, TMC