#নয়াদিল্লি: পূর্ব দিল্লির সাংসদ এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের নামে নিখোঁজ পোস্টার দেখা গেল দিল্লির আইটিও এলাকায়। দিল্লির মাত্রাতিরিক্ত দূষণ নিয়ে জরুরি বৈঠকে অনুপস্থিতির পর থেকেই রেগে আগুন অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে থাকা আম আদমি পার্টি।
পোস্টারটিতে গম্ভীরের ছবির সঙ্গে লেখা রয়েছে 'নিখোঁজ। আপনারা কেউ কি দেখেছেন? শেষবার দেখা গিয়েছিল ইন্দোর ক্রিকেট স্টেডিয়ামে ওনাকে জিলিপি খেতে। গোটা দিল্লি তাঁকে খুঁজছে।'
Delhi: Missing posters of BJP MP and former cricketer Gautam Gambhir seen in ITO area. He had missed the Parliamentary Standing Committee of Urban Development meeting, over air pollution in Delhi, on 15th November. pic.twitter.com/cIWBtszMYZ
— ANI (@ANI) November 17, 2019
দিল্লির দূষণ নিয়ে বেশ কিছুবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন গম্ভীর। কিন্তু যে দিন দূষণ নিয়েই সংসদের স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল সেসিনই গরহাজির ছিলেন গম্ভীর। শুক্রবার ব্রেকফাস্টের সময় হাসিখুশি গম্ভীর -লক্ষ্মণ এরকম একটা ছবি পোস্ট করেছিলেন ভিভিএস লক্ষ্মণ ৷ আর এরপরেই শুরু গণ্ডগোল ৷ এই মু্হূর্তে ভারত বনাম বাংলাদেশে টেস্ট সিরিজ চলছে ৷ সেইজন্যে ব্যস্ত প্রাক্তন ক্রিকেটার গম্ভীর ৷ আপের পক্ষ থেকে জানানো হয়েছে কী করে দিল্লিতে দূষণ নিয়ে বৈঠকে না খেকে মজার ট্রিপ করতে পারেন ৷
এরপরেই আপের পক্ষ থেকে গৌতম গম্ভীরের সাংসদ হওয়ার দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলা হয় ৷ বলা হয় আগে থেকে জানানো এরকম গুরুত্বপূর্ণ বৈঠক থেকে কী করে নিজেকে সরিয়ে নিতে পারেন ৷