• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • পরপর দু’বার, আবারও ICSE, ISC-তে ছেলেদের থেকে ভাল ফল করল মেয়েরা

পরপর দু’বার, আবারও ICSE, ISC-তে ছেলেদের থেকে ভাল ফল করল মেয়েরা

Representational Image

Representational Image

এই নিয়ে পরপর দুবার। ICSE, ISC-তে পাশের হারে ছেলেদের তুলনায় এগিয়ে গেল মেয়েরা। শুধু তাই নয়, এ বছর রেকর্ড গড়ে ICSE-তে প্রথম হলেন সাতজন। ICSE হোক বা ISC মেধাতালিকায় উজ্বল এ রাজ্যের পড়ুয়ারাও।

 • Share this:

  #নয়াদিল্লি: এই নিয়ে পরপর দুবার। ICSE, ISC-তে পাশের হারে ছেলেদের তুলনায় এগিয়ে গেল মেয়েরা। শুধু তাই নয়, এ বছর রেকর্ড গড়ে ICSE-তে প্রথম হলেন সাতজন। ICSE হোক বা ISC মেধাতালিকায় উজ্বল এ রাজ্যের পড়ুয়ারাও। কৌশিকি দাশগুপ্ত চৌধুরী, স্পৃহা পাণ্ডেদের হাত ধরে উজ্জ্বল বাংলার উড়ান ৷ দ্বিতীয়, সপ্তম ও একাদশতম স্থানে রয়েছে এরাজ্যের পড়ুয়া। এবছর পাশের হারে এগিয়ে দেশের প্রমিলা বাহিনী ৷ ICSE-তে মেয়েদের পাসের হার ৯৭.৬৩ শতাংশ ৷ ছেলেদের পাসের হার ৯৪.৯৬ শতাংশ ৷ ISC-তেও মেয়েদের পাসের হার বেশি ৷ মেয়েদর মধ্যে পাশের হার ৯৭.৬৩ শতাংশ ৷ ছেলেদের মধ্যে পাশের হার ৯৪.৯৬ শতাংশ ৷

  আরও পড়ুন: ISC-তে দেশের মধ্যে প্রথম সোদপুরের কৌশিকী

  দুই পরীক্ষায় প্রথম তিনে রয়েছেন মোট ৪৯ জন। তাঁদের মধ্যে ১১ জন বাংলার। ৯৯.০৫ শতাংশ নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণিতে যুগ্মভাবে শীর্ষস্থান দখল করেছে সাত পরীক্ষার্থী। এদের মধ্যে দু’জন বাঙালি। একজন— মুম্বইয়ের অভিজ্ঞান চক্রবর্তী। অপরজন, পানিহাটির কৌশিকী দাশগুপ্ত চৌধুরী। ICSE পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থানে রাজ্যের কেউ না-থাকলেও তৃতীয় স্থানে রয়েছে কলকাতার হেরিটেজ স্কুলের স্পৃহা পাণ্ডে এবং কামারহাটির এরিয়ান্স স্কুলের অনুরাগ ঘোষ (৯৯%)। প্রথম হয়েছে নবী মুম্বইয়ের সেন্ট মেরিজ আইসিএসই স্কুলের স্বয়ম দাস।

  First published: