#ছত্তীসগড়: গ্রামে রাস্তার অভাবে ঢুকতে পারবে না অ্যাম্বুলেন্স৷ তাই ঝুঁকি নিয়েই গর্ভবতী মহিলাকে কোনও মতে ঝুড়িতে বসিয়ে কাঁধে করে নিয়ে যেতে হল হাসপাতালে৷ ভিডিওটি সামনে আসতেই ফের একবার উঠেছে নিন্দার ঝড়৷ গ্রামীণ চিকিৎসার পরিকাঠামো নিয়ে উঠেছে প্রশ্ন৷
ছত্তীসগড়ের কন্দাগাঁওের মহানবেদা গ্রামে নেই পাকা রাস্তা৷ তাই অ্যাম্বুলেন্স ঢোকার কোনও প্রশ্ন আসে না৷ এ দিকে প্রসব যন্ত্রণায় ছটফট শুরু করেছেন এক মহিলা৷ তাই কোনও মতে বেতের ঝুড়িতে তাঁকে ঝুলিয়ে হাসপাতালের পথে স্বাস্থ্য কর্মীরা৷ ঘটনাটি ঘটে মঙ্গলবার৷
#WATCH Chhattisgarh: Health care workers in Kondagaon's Mohanbeda village yesterday carried a pregnant woman on a makeshift basket, to take her to hospital for delivery. Ambulance could not reach her village due to absence of road, so they carried her to hospital in the basket pic.twitter.com/di7poWoYhf
এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে কন্দাগাঁওের চিফ মেডিক্যাল অফিসার (CMHO) টি আর কানওয়ার বলেন যে, মহিলার পরিবারের পক্ষ থেকে ১০২ অ্যাম্বুলেন্সে যোগাযোগ করা হয়৷ কিন্তু রাস্তা না থাকায় অ্যাম্বুলেন্স পৌঁছতে পারেনি৷ যার কারণে এই হয়রানির শিকার হতে হল ওই মহিলা এবং তার পরিবারকে৷
They had called up 102 Ambulance but it could not reach there. It is a remote area. Vehicles can't reach there due to unavailability of road. Delivery was done at district hospital. The mother and the child are safe: TR Kanwar, Chief Medical Health Officer (CMHO) Kondagaon https://t.co/fRpmexIoV0pic.twitter.com/AG4IQ9TJpk