#বুলন্দশহর: করোনা ভাইরাসের জেরে যখন গোটা দেশে পরিবেশ অশান্ত ৷ সেই সময় দারুণ সৌভ্রাতৃত্বের দারুণ নিদর্শন তুলে ধরলেন বুলন্দশহরের আনন্দ বিহার এলাকার মানুষরা ৷ জাতপাতের বেড়াজাল সরিয়ে দারুণ কাজ করলেন স্থানীয় মুসলিম মানুষরা ৷ এক প্রতিবেশী হিন্দুর সৎকারের কাজে এগিয়ে এলেন প্রতিবেশীরা ৷
সারা দেশ করোন ভাইরাসের বিরুদ্ধে লড়াইতে ঐক্যবদ্ধ ৷ রবি শঙ্কর নামের এক ব্যক্তির শেষ যাত্রায় সঙ্গী হলেন স্থানীয় মুসলিম পরিবাররা ৷ কারণ ২১ দিনের লকডাউনে বিভিন্ন স্থান থেকে মৃতর আত্মীয়রা কেউ আসতে পারেননি ৷ শনিবার ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে মারা যান রবি শঙ্কর ৷
সংবাদমাধ্যমকে এই খবর জানান শঙ্করের ছেলে প্রমোদ ৷ তিনি জানিয়েছেন, ‘আমাদের মুসলিম প্রতিবেশীরা বাবার শেষকৃত্য করতে সাহায্য করেছে ৷ ওরা সকলে আমাদের খুহ সহযোগিতা করেছেন ৷ আমরা চার ভাইবোন. দুই বোনের বিয়ে হয়ে গেছে, আর আমরা দুই ভাই পরিবারের দায়িত্ব পালন করি ৷ ’
যেহেতু লকডাউনের কারণে আত্মীয় স্বজনরা কেউই আসতে পারেননি তাই আমাদের প্রতিবেশীরাই আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন ৷ তাঁর মৃতদেহ বহন করার সময় রাম নাম সত্য হ্যায় বলেন পাশাপাশি হিন্দু রীতিনীতিতে যা যা করণীয় সব করা হয় ৷
বিভিন্ন সময়ে এই এলাকা হিন্দু-মুসলিম উত্তেজনার কারণে শিরোনামে এসেছে কিন্তু এখন এই দেশের সর্বাত্মক লড়াইয়ের পরিস্থিতিতে স্থানীয় মুসলিমরা যে ভাবে এগিয়ে এসেছেন তা বিভিন্ন সংবাদমাধ্যমে শিরোনাম তৈরি করে দিয়েছে৷
দুই দিন আগে রবি শঙ্করের মৃত্যু হওয়ার পর স্থানীয় মানুষরা এগিয়ে আসি যাতে মৃতদেহের প্রকৃতভাবে সৎকার করা সম্ভব হয় ৷ কারণ মানবতার ওপরে আর কিছু নেই৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Lockdown, করোনা ভাইরাস, লকডাউন