#বস্তার, ছত্তিশগঢ়: বয়স মাত্র ৮ ৷ কিন্তু এই বয়সেই এটা জটিল ব্যাধিতে ভুগছে শিশু কন্যাটি ৷ শরীর নয়, যেন গাছের শুকনো ডালপালা ! ‘ট্রিম্যান সিন্ড্রোম’-এ (Rare Genetic Disorder) ভুগছে ছত্তিশগঢ়ের বস্তার জেলার কিশোরী পূজা ( আসল নাম দেওয়া হল না ) ৷ জন্মের এক বছরের মধ্যেই পূজার বাঁ পায়ে একটা দাগ লক্ষ্য করা যায় ৷ কিন্তু সেই ছোট্ট দাগই ধীরে ধীরে বড় হতে থাকে ৷ ক্রমেই দুটি পা-তেই তা ছড়িয়ে পড়ে ৷ শুধু পা-ই নয়, হাত এবং ঘাড়েও ছড়িয়ে পড়েছে এই ঘা ৷
দেখতে পুরো গাছের গুড়ি মতো ৷ বিরল এই রোগের নাম Epidermodysplasia verruciformis ৷ নামটা যেমন জটিল, রোগটাও ততোটাই জটিল ৷ এর ঠিকঠাক কোনও চিকিৎসাও নেই ৷ মেয়েকে নিয়ে দান্তেওয়াড়া জেলার ইন্দ্রাবতী নদীর ধারে তুমরি গুন্ডা গ্রামে এখন রয়েছেন পূজার পরিবার ৷ মাওবাদী অধ্যূষিত ওই এলাকায় এমনিতেই চরম সমস্যায় থাকেন সাধারণ মানুষ ৷ তার উপর এই জটিল রোগের চিকিৎসা কী হবে, তা নিয়ে স্বভাবতই এখন চরম চিন্তায় পূজার পরিবার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bastar, Epidermodysplasia verruciformis, Treeman Syndrome